kabaddi in Britain : ইংল্যান্ডের স্কুল কলেজে এ বার কবাডি…কবাডি! দেশি খেলা সম্মান পাচ্ছে বিদেশে
ভারতে কবাডি খেলা শুরু হয়েছে বহু শতাব্দী আগে। কবাডি প্রো লিগের আগমনে এই খেলাটি বিশ্ব মঞ্চে নতুন পরিচিতি পেয়েছে। এই কারণেই ইংল্যান্ডের মতো দেশে এখন কবাডির প্রসার ঘটছে এবং স্কুল পর্যায় থেকেই এই খেলার কথা বলা হয়েছে।

লন্ডন : কবাডিকে বলা হয় ভারতের দেশি খেলা। একেবারে কম খরচ এবং স্বাস্থ্যের জন্য উপকারী কবাডির জনপ্রিয়তা এখন আর শুধু ভারত বা এশিয়ার দেশগুলোতে সীমাবদ্ধ নেই। সাত সমুদ্র তেরো নদী পার করে বিদেশেও এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। যে কারণে ২০২৫ সালে অনুষ্ঠিত হতে চলা কবাডি বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই প্রথম এশিয়ার বাইরে কবাডি বিশ্বকাপের (Kabaddi World Cup) আয়োজন করা হবে। ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের পর থেকে ইংল্যান্ডের মানুষের মধ্যে কবাডির প্রতি উন্মাদনা তৈরি হয়েছে। কাউন্টি সরকার আগামী পাঁচ বছরে এই খেলাটির উন্নয়নে দ্রুত কাজ করছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কবাডি বিশ্বকাপকে সফল করতে ইংল্যান্ড ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েচে। ইংল্যান্ডের ১২টি কাউন্টি অর্থাৎ জেলা ইন্ডোর স্টেডিয়াম কবাডির জন্য সংরক্ষিত করা হয়েছে। দক্ষিণ এশিয়ার পাশাপাশি ইংরেজদের ছেলেমেয়েরাও এইসব স্টেডিয়ামে কবাডি অনুশীলন করতে আসে। এ বছরই ইংল্যান্ডে কাবাডি লিগের আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রবাসীরাও এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
কবাডিতে বর্তমান সময়ের অনেক আধুনিক খেলার তুলনায় খরচ কম। তাই ব্যয়বহুল খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে মানুষ এবং সেইসব খেলার প্রতি আকৃষ্ট হচ্ছে যার খরচ কম। কারণ কবাডিতে কোনও দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় না। যে কোনো ফাঁকা জায়গায় বা মাঠে অনুশীলন করা যেতে পারে, খেলোয়াড়রা ইন্ডোর স্টেডিয়ামে গিয়েও অনুশীলন করতে পারেন।
যে কারণে এখন কাউন্টির স্কুল ও কলেজগুলিতে কবাডি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে তৃণমূল স্তর থেকেই এই খেলাটির প্রতি সচেতনতা বাড়ানো যায়। স্কুলগুলিকে প্রস্তাব দেওয়ার পাশাপাশি শুধুমাত্র কবাডির জন্য আলাদা স্টেডিয়াম তৈরির পরিকল্পনা চলছে।
