AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Hockey World Cup: জুনিয়র হকি বিশ্বকাপেও করোনার হানা, সংক্রমিত ১

ভুবনেশ্বরে হকি বিশ্বকাপ সংগঠনের দায়িত্বে থাকা এক কর্তা বলেন, 'আজ প্রত্যেকের জন্যই আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। ৪৮ ঘণ্টা অন্তর আরটি-পিসিআর টেস্ট করতে হলেও ক্রীড়া ও যুব দফতরের এক সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ায় আজ সবার আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। যে করোনায় সংক্রমিত হয়েছে, সে মিডিয়া সেন্টারেও কয়েকদিন আগে প্রবেশ করেছে। '

Junior Hockey World Cup: জুনিয়র হকি বিশ্বকাপেও করোনার হানা, সংক্রমিত ১
জুনিয়র হকি বিশ্বকাপ। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 03, 2021 | 2:29 PM
Share

ভুবনেশ্বর: জুনিয়র হকি বিশ্বকাপে (Junior Hockey World Cup) করোনার (Covid-19) হানা। কোভিড পরিস্থিতিতে খেলোয়াড়দের বায়ো-বাবলে রেখেই হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভুবনেশ্বরে। তবে এ সবের মাঝেই করোনাভাইরাসের থাবা বিশ্বকাপে। করোনা সংক্রমিত ১।

বিশ্বকাপ কভার করতে আসা সমস্ত সাংবাদিকদের ৪৮ ঘণ্টা অন্তর আরটি-পিসিআর (RT-PCR) টেস্ট করতে হচ্ছে। আর সেই রিপোর্ট দেখেই কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) প্রবেশ করতে পারছেন তাঁরা। লোকাল অরগানাইজিং কমিটির তরফ থেকে জানানো হয়, ওড়িশা সরকারের (Odisha Government) ক্রীড়া ও যুব দফতরের (DSYS) এক সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন (Omicron) আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। ভারতেও এখনও পর্যন্ত ওমিক্রনে সংক্রমিত হয়েছেন ২ জন। করোনার নতুন প্রজাতি ঘিরে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

ভুবনেশ্বরে হকি বিশ্বকাপ সংগঠনের দায়িত্বে থাকা এক কর্তা বলেন, ‘আজ প্রত্যেকের জন্যই আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। ৪৮ ঘণ্টা অন্তর আরটি-পিসিআর টেস্ট করতে হলেও ক্রীড়া ও যুব দফতরের এক সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ায় আজ সবার আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। যে করোনায় সংক্রমিত হয়েছে, সে মিডিয়া সেন্টারেও কয়েকদিন আগে প্রবেশ করেছে। ‘

ভুবনেশ্বরে দর্শকশূন্য স্টেডিয়ামেই জুনিয়র হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। কোভিড সুরক্ষাবিধি মেনেই স্টেডিয়ামে প্রবেশ করতে হচ্ছে সাংবাদিকদের। কোভিডের কারণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড জুনিয়র হকি বিশ্বকাপ থেকে আগেই সরে দাঁড়িয়েছে। আজ সেমিফাইনালে জার্মানির সামনে ভারত। অন্য সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। রবিবার টুর্নামেন্টের ফাইনাল।

আরও পড়ুন: India Tour Of South Africa: ওমিক্রন আতঙ্কে প্রোটিয়া সফরে অনিচ্ছুক ক্রিকেটাররা, স্বীকার বোর্ড কর্তার