মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) শুরুর আগে ফুটভলি খেললেন এমা রাডুকানু (Emma Raducanu)। মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে নামছেন ব্রিটিশ টেনিস সুন্দরী। তাঁর প্রতিপক্ষ সোলান স্টিফেন্স। প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগেই ফেভারিট হিসেবে যাত্রা শুরু করছেন রাডুকানু। যুক্তরাষ্ট্র ওপেনে (US Open) চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ১৯ বছরের টেনিস সুন্দরী। রড লেভার এরেনাতে নামার আগে শহরের রাস্তাতেই ফুটভলি খেলতে দেখা গেল রাডুকানুকে। কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে নামবেন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ১৭ নম্বর বাছাই হিসেবে যাত্রা শুরু করবেন রাডুকানু।
আবু ধাবিতে ক্রিসমাসের ছুটি কাটানোর সময় করোনায় সংক্রমিত হয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ান ওপেনের আগে বেশ ফুরফুরে মেজাজে রাডুকানু। সাম্প্রতিক কালে ফিটনেস বাড়াতে ভারতীয় দলকে ফুটভলি খেলতে দেখা গিয়েছে। তবে রাডুকানু অবশ্য একটা ইভেন্টের শোয়ে হাজির হয়ে ফুটভলি খেলেন। টেনিসের বাইরে এমনিতেও ফুটবল ভালোবাসেন রাডুকানু।
গত মাসেই ব্রিটেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রাডুকানু। ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর উপর প্রত্যাশাও বেড়েছে অনেকটা। মেলবোর্নের অনুষ্ঠানে সাদা ক্রাউন পরে দেখা যায় ব্রিটিশ টেনিস সুন্দরীকে। কোভিডের জন্য ২০ দিন টেনিসের বাইরে ছিলেন। ৪৪ বছর পর গ্রেট ব্রিটেনের মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়েছিলেন। অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যাবিনেটে সংখ্যা বাড়াতে তৈরি রাডুকানু।
আরও পড়ুন: Australian Open: সহজেই দ্বিতীয় রাউন্ডে নাদাল, ওসাকাও