AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Roger Federer: করে ফিরবেন কোর্টে, ৩-৪ মাসের মধ্যে বুঝতে পারবেন ফেডেরার

নাদালের মতোই ফেডেরারের দুরন্ত প্রত্যাবর্তন দেখতে চাইছে টেনিস ভক্তরা। গত বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে ছিটকে যাওয়ার পর দুটো অস্ত্রোপচার হয়েছে তাঁর হাঁটুতে। সুইস তারকাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

Roger Federer: করে ফিরবেন কোর্টে, ৩-৪ মাসের মধ্যে বুঝতে পারবেন ফেডেরার
Roger Federer: করে ফিরবেন কোর্টে, ৩-৪ মাসের মধ্যে বুঝতে পারবেন ফেডেরার (Pic Courtesy - Twitter)
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 3:20 PM
Share

প্যারিস: চোট কাটিয়ে কোর্টে ফিরে সদ্য ২১তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। রজার ফেডেরারের (Roger Federer) ভবিষ্যত্‍ কী? টেনিসে (Tennis) কি ফিরতে পারবেন তিনি? এপ্রিল-মে মাস নাগাদ পরিষ্কার হয়ে যাবে। ফেডেক্সের ধারণা, মাস তিন-চারে পর তিনি নিজেই বুঝতে পারবেন, তাঁর ভবিষ্যত্‍ কী?

গত দু’দশক ধরে টেনিস বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন নাদাল, ফেডেরার ও নোভাক জকোভিচ। নাদালের মতোই ফেডেরারের দুরন্ত প্রত্যাবর্তন দেখতে চাইছে টেনিস ভক্তরা। গত বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে ছিটকে যাওয়ার পর দুটো অস্ত্রোপচার হয়েছে তাঁর হাঁটুতে। সুইস তারকাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ তো এমনও বলছেন, অবসর নেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন তিনি।

ফেডেরার বলছেন, ‘আমি আবার প্রবল ভাবে ফিরে আসতে চাই। আমার মধ্যে যতটুকু টেনিস আছে, সেটা উজাড় করে দিতে চাই। যাঁরা আমাকে নিয়ে উদ্বিগ্ন, তাদের ছোট্ট আপডেট দিয়ে রাখি, আগামী ক”টা মাস আমার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি, এপ্রিল-মে মাস নাগাদ আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। এখনও আমি খাটছি। আর সেই পরিশ্রম করার জন্য এখনও একাগ্র।’

২০২০ সালে মাত্র ছ’টা ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২১ সালে ১৩টা ম্যাচ। ফিটনেস নিয়ে যে তীব্র চাপে আছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দীর্ঘদিন কোর্টে না থাকার জন্য র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়েছেন অনেকটাই। আপাতত ৩০-এ দাঁড়িয়ে আছেন তিনি।

ফেডেরার অবশ্য বলছেন, ‘আবার জিমে ফিরেছি। যতটা সম্ভব কঠিন পরিশ্রম করছি। ধীরে ধীরে এগোলেও সময়টা ভালোই কাটছে। তবে ইচ্ছে থাকলেও বেশি খাটতে পারছি না। ডাক্তাররা যেমন পরামর্শ দিচ্ছেন, তেমন ভাবে তৈরি করছি নিজেকে।’

অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল জয় নিয়েও একই রকম উচ্ছ্বসিত ফেডেরার। বলেছেন, ‘দুরন্ত একটা ম্যাচ খেলে জয় পেল নাদাল। রাফা আমাকে বলছিল, ওর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। ও কিন্তু টেনিসের জ্বলন্ত উদাহরণ।’

আরও পড়ুন: Rafael Nadal: ২১-এই থামতে চান না রাফা