AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rafael Nadal: ২১-এই থামতে চান না রাফা

মাদ্রিদ: এখানেই থামতে চান না রাফায়েল নাদাল (Rafael Nadal)। দেশে ফিরে নিজেই জানালেন সেই কথা। অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জিতে নজির গড়েছেন স্প্যানিশ সুপারস্টার। ২১ গ্র্যান্ড স্ল্যাম জিতে টপকে গিয়েছেন রজার ফেডেরার (Roger Federer) আর নোভাক জকোভিচের (Novak Djokovic) ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকে। তবে লক্ষ্য এখানেই শেষ নয়। বরং সুদূরপ্রসারী লক্ষ্য নিয়েই আরও গ্র্যান্ড […]

Rafael Nadal: ২১-এই থামতে চান না রাফা
রাফায়েল নাদাল। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 3:00 PM
Share

মাদ্রিদ: এখানেই থামতে চান না রাফায়েল নাদাল (Rafael Nadal)। দেশে ফিরে নিজেই জানালেন সেই কথা। অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জিতে নজির গড়েছেন স্প্যানিশ সুপারস্টার। ২১ গ্র্যান্ড স্ল্যাম জিতে টপকে গিয়েছেন রজার ফেডেরার (Roger Federer) আর নোভাক জকোভিচের (Novak Djokovic) ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকে। তবে লক্ষ্য এখানেই শেষ নয়। বরং সুদূরপ্রসারী লক্ষ্য নিয়েই আরও গ্র্যান্ড স্ল্যাম জয় করতে চান নাদাল। ২০০৯ সালের পর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। ১২ বছর বাদে অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বিশ্বের ৫ নম্বর টেনিস তারকা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর নাদাল বলেন, ‘আমি জানিনা আমার গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা কোথায় গিয়ে থামবে। তবে আমি যতটা বেশি সম্ভব ততটা বেশি গ্র্যান্ড স্ল্যাম জিততে চাই। আমাদের তিন জনের মধ্যে যে লড়াই, তার মধ্যে আমি সেরা হলে অবশ্যই ভালো লাগবে। তবে যাই-ই হোক না কেন, তাকে স্বাগত। ২১-এই আমি থামতে চাই না। তবে ভবিষ্যতে কি হবে তা কেউ জানেনা।’

দানিল মেদভেদেভের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেন নাদাল। প্রথম দুটো সেট হারের পরও অবিশ্বাস্য কামব্যাক। আর তাতেই তৈরি ইতিহাস। চলতি বছরে আরও ৩টে গ্র্যান্ড স্ল্যাম এখনও বাকি। তার মধ্যে রাফার প্রিয় ফরাসি ওপেনও রয়েছে। স্প্যানিশ সুপারস্টার একই সঙ্গে উইম্বলডন আর ইউএস ওপেনও চ্যাম্পিয়ন হতে চান।

চোটের কারণে গত মরসুমের অধিকাংশ সময় কোর্টের বাইরে কাটাতে হয়েছে নাদালকে। উইম্বলডন থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। টোকিও অলিম্পিক এবং ইউএস ওপেনেও নামতে পারেননি। সেখান থেকে ফিরে এসে অস্ট্রেলিয়ান ওপেন জয় নাদালকে তৃপ্তি দিয়েছে। কতটা কঠিন ছিল ওই সময়টা, নিজেও ব্যাখ্যা করতে পারছেন না তিনি।

নাদাল বলেছেন, ‘ট্রফিটা জিততে পারাটা আমার কাছে বিরাট ব্যাপার। অস্ট্রেলিয়ায় গ্র্যান্ড স্লাম জেতার জন্য অনেক চেষ্টা করেছি। অবশেষে সেটা সম্ভব হল। আর সেটা এমন সময় হল, যে বছরটা আমার কাছে খুব অপ্রত্যাশিত। এই সময় কিছু অর্জন করতে পারি, স্বপ্নই দেখিনি। এমন কঠিন সময়ে কিছু অর্জন করতে পারা তৃপ্তি দেয়।’

অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও পরের টুর্নামেন্টে নামবেন কিনা, তা ঠিক করেননি। ‘আমার একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। তবে এই মুহূর্তটা আমি উপভোগ করতে চাই। তারপর দেখব, আমার শরীর কতটা দ্রুত রিকভার করে। পরের টুর্নামেন্ট নিয়ে পরে ভাবব।’

আরও পড়ুন: U19 World Cup 2022: অজি বধ করলেন যশ ধুলরা, টানা চারবার ফাইনালে ভারত