জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 3:16 PM

রবিবার ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ক্লিন সুইপ ভারতের। পুরুষ, মহিলা বিভাগ এবং মিক্সড বিভাগে পদক জিতলেন ভারতীয় শুটাররা।

জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার
জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার

Follow Us

লিমা: শনিবার সাতটি পদক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সঙ্গে এক আসনে ছিল ভারত (India)। রবিবার মার্কিন মুলুকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করলেন ভারতীয় শুটাররা। রবিবার চারটি সোনা (four gold medals) ও ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারতের মোট পদক সংখ্যা ১৪।

রবিবার ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ক্লিন সুইপ ভারতের। পুরুষ, মহিলা বিভাগ এবং মিক্সড বিভাগে পদক জিতলেন ভারতীয় শুটাররা। অলিম্পিকে প্রত্যাশা পূরণ করতে না পারলেও মনু ভাকরের (Manu Bhaker) দাপটে দেখা যাচ্ছে আইএসএসএফ (ISSF) জুনিয়র শুটিং বিশ্বকাপে (junior shooting World Cup)। টুর্নামেন্ট থেকে তিনটি সোনা জিতলেন তিনি। যার মধ্যে দুটি সোনা এল রবিবার। সর্বজোত সিংয়ের সঙ্গে মিক্সড ইভেন্টে এবং রিদম সাংওয়ান ও শিখা নারওয়ালের সঙ্গে মহিলা টিম ইভেন্টে সোনা জয় মনুর। ১৬-১২য়ে হারালেন বেলারুসের প্রতিপক্ষকে।

পুরুষদের এয়ার পিস্তল দলও সোনা জিতল ভারতীয় দল। নবীন, সরবজোত সিং এবং শিভা নারওয়ালরাও হারালেন বেলারুসের প্রতিপক্ষকে। খেলার ফল ১৬-১৪।

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে নিশা কানওয়ার, জিনা খিতা ও অত্মিকা গুপ্তা প্রথম স্থানে থেকে সোনার পদকের ম্যাচে উঠেছিল ভারতীয় দল। যদিও ফাইনালে হাঙ্গেরির প্রতিপক্ষের কাছে হারতে হয় তাদের।

মহিলাদের দলগত বিভাগে রুপো পাওয়া আত্মিকার টুর্নামেন্টে এটি দ্বিতীয় রুপো। রবিবার দিনের প্রথম ইভেন্টে রাজপ্রীত সিংকে সঙ্গে নিয়ে রুপো জিতেছিলেন আত্মিকা। রাজপ্রীতও একটি সোনা ও একটি রুপোর পদক জিতেছেন এবারের জুনিয়র বিশ্বকাপে।

আরও পড়ুন: RCB vs PBKS LIVE Score, IPL 2021: টসে জিতে ব্যাটিং বাছলেন কোহলি

Next Article