Asian Games 2023: এশিয়াডে মা-মেয়ে রুপোর মালকিন! সোনার লক্ষ্যপূরণে অবিচল হরমিলান বেয়ন্স

যাঁর শরীরে বইছে দৌড়বিদের রক্ত, তাঁকে ট্র্যাক থেকে দূরে রাখে কে? মায়ের গর্ভে থাকাকালীন প্রথম দৌড়েছিলেন তিনি। এখন তিনিই ভারতকে হানঝাউ গেমস থেকে সোনার স্বপ্ন দেখাচ্ছেন। কথা হচ্ছে হরমিলান বেয়ন্সকে (Harmilan Bains) নিয়ে।

Asian Games 2023: এশিয়াডে মা-মেয়ে রুপোর মালকিন! সোনার লক্ষ্যপূরণে অবিচল হরমিলান বেয়ন্স
এশিয়াডে মা-মেয়ে জুটি রুপোর মালকিন! সোনার লক্ষ্য পূরণে অবিচল হরমিলান
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 12:05 AM

হানঝাউ: যাঁর শরীরে বইছে দৌড়বিদের রক্ত, তাঁকে ট্র্যাক থেকে দূরে রাখে কে? মায়ের গর্ভে থাকাকালীন প্রথম দৌড়েছিলেন তিনি। এখন তিনিই ভারতকে হানঝাউ গেমস থেকে সোনার স্বপ্ন দেখাচ্ছেন। কথা হচ্ছে হরমিলান বেয়ন্সকে (Harmilan Bains) নিয়ে। এশিয়ান গেমসে (Asian Games 2023) মা-মেয়ে জুটি রুপোর মালকিন! ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে ৮০০ মিটারে রুপো পেয়েছিলেন ভারতের মাধুরী সিং। হানঝাউতে চলতি এশিয়ান গেমস থেকে ইতিমধ্যেই রুপো পেয়েছেন হরমিলান বেয়ন্স। মেয়েদের ১৫০০ মিটার থেকে দেশকে রুপো এনে দিয়েছেন হরমিলান। আজ হরমিলান বেয়ন্স নামবেন ৮০০ মিটার দৌড়ে। সেখান থেকে সোনা পাওয়ার স্বপ্ন দেখছেন হরমিলান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

হরমিলান যখন তাঁর মায়ের গর্ভে, সেই সময় তাঁর মা মাধুরীকে চাকরি সংক্রান্ত এক ট্রায়াল দিতে হয়েছিল। সেই সময় মাধুরী ১৫০০মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন। ২৫ বছর বয়সী হরমিলান বেয়ন্সের মা-ই শুধু অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত নন। তাঁর বাবাও একজন দৌড়বিদ। হরমিলানের বাবা আমনদীপ বেয়ন্স সাউথ এশিয়ান গেমসে এবং ১৫০০ মিটারের জাতীয় চ্যাম্পিয়ন। ছেলেবেলায় ছেলেদের সঙ্গে দৌড়াতেন হরমিলান। ২০১৬ সালে তিনি আন্তর্জাতিক স্তরে প্রথম পদক পেয়েছিলেন। ভিয়েতনামে হওয়া হো চি-মিনে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটারে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। অবশ্য ২০১৭ সালে তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন। যার ফলে এর পর এক বছর টানা ট্র্যাক থেকে দূরে ছিলেন। তাঁর অস্ত্রোপচার হয়েছিল। পরে তিনি ফের ট্র্যাকে ফিরে জ্বলে ওঠেন।

হানঝাউ গেমস থেকে ইতিমধ্যেই রুপো পেয়ে গিয়েছেন হরমিলান বেয়ন্স। এ বার তাঁর নজর সোনায়। যে ইভেন্টে তাঁর মা ২০০২ সালে রুপো পেয়েছিলেন, তাতে হরমিলান সোনা জিততে চান। আজ ৮০০ মিটার রেসে নামবেন হরমিলান। তিনি আত্মবিশ্বাসী মা-কে ছাপিয়ে যেতে পারেন তিনি। ৮০০ মিটারে তাঁর ব্যক্তিগত সেরা ২:০২.৫৭। এশিয়াডে হরমিলান তা ছাপিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার।