PV Sindhu: ছক বদলে নতুন অস্ত্র নিয়ে নামছেন সিন্ধু
চলতি বছর পর পর টুর্নামেন্ট খেলতে হবে সিন্ধুকে। যে কারণে ফিটনেসে অনেক বেশি জোর দিতে চান।
নয়াদিল্লি: প্রতিপক্ষ অনুযায়ী ছক বদল, নতুন অস্ত্র খুঁজে বের করা— নতুন বছরে ধারাবাহিক সাফল্যে থাকতে পিভি সিন্ধু (PV Sindhu) এ ভাবেই পরিকল্পনা করছেন। ইন্ডিয়ান ওপেন (India Open) দিয়ে মরসুম শুরু করেছেন হায়দরাবাদের মেয়ে। প্রথম রাউন্ডে দেশোয়ালি শ্রীকৃষ্ণ প্রিয়াকে ২১-৫, ২১-১৬ হারিয়েছেন। ঘরের মাঠে ট্রফি জেতার স্বপ্ন নিয়েই কোর্টে নামছেন সিন্ধু।
ম্যাচ জেতার পর সিন্ধু বলেছেন, ‘নিজের স্কিল যেমন শানানো দরকার, তেমনই নতুন নতুন অস্ত্র খুঁজে বের করতে হবে। আমার মনে হয়, যারা আমার বিরুদ্ধে নামছে, তারা কিন্তু হোমওয়ার্ক করেই নামছে। ভুলত্রুটি জেনে বুঝেই নামছে। সেই কারণেই স্ট্র্যাটেজি বদল দরকার।’
চলতি বছর পর পর টুর্নামেন্ট খেলতে হবে সিন্ধুকে। যে কারণে ফিটনেসে অনেক বেশি জোর দিতে চান। তাঁর কথায়, ‘জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পর পর টুর্নামেন্ট খেলব। প্লেয়ার হিসেবে কোনটা খেলব, কোনটা খেলব না, সেটা ঠিক করে নিতে হবে। যাতে শারীরিক ও মানসিক ভাবে নিজেকে ফিট রাখতে পারি। তবেই কিন্তু ১০০ শতাংশ দিতে পারব। এই বছরটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ। পর পর দুটো বিশ্ব মিট, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস খেলতে হবে। নিজেকে চোটমুক্ত রাখার পাশাপাশি স্ট্র্যাটেজির দিক থেকেও এগিয়ে থাকতে হবে।’
নিজের প্রথম ম্যাচ জেতা নিয়ে সিন্ধু বলছেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। এই ছন্দটাই এখন ধরে রাখতে চাই। আসলে প্রথম ম্যাচ থেকেই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে হয়। আর তার জন্যই দরকার স্ট্র্যাটেজি।’
আরও পড়ুন: IND vs SA 3rd Test Day 1 Live: পন্থকে সঙ্গে নিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি