AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Open 2022: ইউএস ওপেন পাবে নতুন রানি, ফাইনালে মুখোমুখি ইগা-জাবেউর

প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস গড়তে চাইছেন অনস। ইগার লক্ষ্য কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ও প্রথম ইউএস ওপেন ট্রফি।

US Open 2022: ইউএস ওপেন পাবে নতুন রানি, ফাইনালে মুখোমুখি ইগা-জাবেউর
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 09, 2022 | 1:16 PM
Share

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র ওপেন গ্র্যান্ড স্লামে দাপট বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের। রবিবার আর্থার অ্য়াশ স্টেডিয়ামে মেয়েদের সিঙ্গলস ফাইনাল খেলছেন এমন দুই টেনিস তারকা, যাঁরা অতীতে ফ্ল্যাশিং মিডোর শেষ পর্যায়ে পা রাখেননি। একজন বর্তমান ক্রমতালিকার এক নম্বর টেনিস খেলোয়াড় পোল্যান্ডের ইগা স্বোয়াতেক। অন্যজন তিউনিশিয়ার অনস জাবেউর। চলতি বছরে এই দুই মহিলা টেনিস খেলোয়াড় চারটি গ্র্যান্ড স্ল্যামেই দাপট দেখিয়েছেন। ফরাসি ওপেন জিতেছেন ইগা। অন্যদিকে উইম্বলডনের ফাইনালে পা রাখলেও ট্রফি জয় হাতছাড়া হয়েছে জাবেউরের। লন্ডনের আক্ষেপ আমেরিকায় পূরণ করতে চান জাবেউর। ইউএস ওপেনের ফাইনালে পা রাখা আফ্রিকার প্রথম টেনিস খেলোয়াড়। আপাতত যুক্তরাষ্ট্র ওপেন তার নতুন রানির অপেক্ষায়। প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস গড়তে চাইছেন অনস। ইগার লক্ষ্য কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ও প্রথম ইউএস ওপেন ট্রফি।

শুক্রবার ইগা স্বোয়াতেক সেমিফাইনাল ম্যাচে হারিয়ে দেন টু্র্নামেন্টের ষষ্ঠ বাছাই আরণ্য সাবালেঙ্কাকে। তিন সেটের ম্যাচ শেষ হয় ৩-৬, ৬-১, ৬-৪ ফলাফলে। প্রথম সেট হেরে বসেছিলেন ২১ বছরের স্বোয়াতেক। কামব্যাক করলেন রানির মতোই। পরের দুটি সেটে সাবালেঙ্কাকে প্রায় উড়িয়ে দিয়ে ফাইনালে প্রবেশ করেন। চলতি বছরে ইগার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল। সবমিলিয়ে তৃতীয়। ২০২০ সালের পর চলতি বছরে ফরাসি ওপেন জেতেন ইগা। প্যারিসের পর তাঁর লক্ষ্য আমেরিকা জয়।

ইগার প্রতিপক্ষ অনস জাবেউরের কাছে গ্র্যান্ড স্লামের খেতাবি লড়াই এখন আর নতুন নয়। উইলম্বলডনের ফাইনালে সেই অভিজ্ঞতা হয়েছে। সেমিফাইনালে ক্যারোলিন গার্সিয়ার বিরুদ্ধে ৬-১, ৬-৩ সেটে সহজ জয়ে ফাইনালে পা রাখেন। কোয়ার্টার ফাইনালের অনসের শিকার হন কোকো গাফ। ফাইনালে ওঠার পর তিউনিশিয়ার তারকা টেনিস খেলোয়াড় বললেন, “আরও একটি গ্র্যান্ড স্লামের ফাইনালে পা রেখে নিজেকে আরও বাস্তব, সৎ মনে হচ্ছে। উইম্বলডনে মনে হচ্ছিল স্বপ্নের জগতে রয়েছি। বিশ্বাসই করে উঠতে পারছিলাম না। এখন আমি শিখে গিয়েছে, কী করতে হবে।”  নিউইয়র্কের হার্ড কোর্টে ফাইনালে কে বাজিমাত করেন, জানার জন্য মুখিয়ে টেনিসপ্রেমীরা।