Asian Para Games 2023: এশিয়ান প্যারা গেমসেও রেকর্ড, হানঝাউ থেকে ১১১ পদক ভারতের

Asian Para Games 2023: হানঝাউ প্যারা গেমস থেকে ঝুলি ভর্তি করে পদক নিয়ে আসছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। হানঝাউয়ের এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে ১১১টি পদক পেয়েছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। এই প্রথম বার এশিয়ান প্যারা গেমসে ১০০ পদকের মাইলস্টোন স্পর্শ করেছে ভারত।

Asian Para Games 2023: এশিয়ান প্যারা গেমসেও রেকর্ড, হানঝাউ থেকে ১১১ পদক ভারতের
Asian Para Games 2023: এশিয়ান প্যারা গেমসে ভারতের রেকর্ডImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 1:21 PM

হানঝাউ: এশিয়ান প্যারা গেমসে (Asian Para Games) ইতিহাস গড়লেন ভারতের প্যারা অ্যাথলিটরা। হানঝাউ প্যারা গেমস থেকে ঝুলি ভর্তি করে পদক নিয়ে আসছেন ভারতের প্যারা অ্যাথলিটরা (Indian Para Athletes)। হানঝাউয়ের এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে ১১১টি পদক পেয়েছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। এই প্রথম বার এশিয়ান প্যারা গেমসে ১০০ পদকের মাইলস্টোন স্পর্শ করেছে ভারত। এর আগে এশিয়ান প্যারা গেমসে ভারতের রেকর্ড সাফল্য ছিল ২০১৮ সালে। জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে ভারতীয় প্যারা অ্যাথলিটরা পেয়েছিলেন ৭২টি পদক। এ বার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন ভারতের অ্যাথলিটরা। এর আগে হানঝাউ এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা ১০৭টি পদক দেশে নিয়ে এসেছিলেন। এ বার সেই রেকর্ডও ভেঙে দিলেন দেশের প্যারা অ্যাথলিটরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বার হানঝাউ থেকে ভারতের প্যারা অ্যাথলিটরা দেশে আনছেন মোট ২৯টি সোনা, ৩১টি রুপো ও ৫১টি ব্রোঞ্জ। এ বারের এশিয়ান প্যারা গেমসে ভারত শেষ করেছে পাঁচ নম্বরে। শীর্ষে শেষ করেছে আয়োজক চিন। তাদের ঝুলিতে মোট ৫২১টি পয়েন্ট। তার মধ্যে রয়েছে ২১৪টি সোনা, ১৬৭টি রুপো এবং ১৪০টি ব্রোঞ্জ। এশিয়ান প্যারা গেমসের পদক তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইরান (৪৪টি সোনা, ৪৬টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ, মোট – ১৩১টি পদক), জাপান (৪২টি সোনা, ৪৯টি রুপো ও ৫৯টি ব্রোঞ্জ, মোট – ১৫০টি পদক) ও কোরিয়া (৩০টি সোনা, ৩৩টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ, মোট – ১০৩টি পদক)।

প্রথম এশিয়ান প্যারা গেমসের আসর বসেছিল হানঝাউতে। ২০১০ সালের সেই প্যারা এশিয়ান গেমসে ভারত ১৪টি পদক পেয়েছিল, তাতে ছিল ১টি সোনা। সে বার ভারত পদক তালিকায় শেষ করেছিল ১৫ নম্বরে। এরপর ২০১৪ ও ২০১৮-র এশিয়ান প্যারা গেমসে ভারত শেষ করেছিল যথাক্রমে ১৫ ও আট নম্বরে। এ বার এই মাল্টি স্পোর্টস ইভেন্টের চতুর্থ সংস্করণ ছিল। তাতে রেকর্ড সংখ্যক পদক পেয়েছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।