Asian Games 2023, Equestrian: একের পর এক নিখুঁত লাফ, ৪১ বছরে ইকুয়েস্ট্রিয়ানে এল প্রথম সোনা
Asian Games 2023: এশিয়াডের তৃতীয় দিন সকালে রুপো এসেছিল সেইলিংয়ে। ১৭ বছর বয়সী ভারতীয় সেইলর নেহা ঠাকুর সেই রুপো পেয়েছিলেন। এ বার দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই ভারতে এল তৃতীয় সোনা। শুটিং, ক্রিকেটের পর এ বার ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারত।
হানঝাউ: শুটিং, ক্রিকেটের পর এ বার ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) ইকুয়েস্ট্রিয়ানে (Equestrian) সোনা এল ভারতে। এশিয়াডের তৃতীয় দিন সোনালি মুহূর্ত তৈরি করলেন ভারতের ইকুস্ট্রিয়ানরা। ৪১ বছর পর ইকুয়েস্ট্রিয়ান থেকে সোনা জিতল ভারত। ভারতের মিক্সড টিম চিন, হংকংকে পিছনে ফেলে সোনা জিতল। ইকুয়েস্ট্রিয়ানে ভারতের সোনাজয়ী দলের সদস্যরা হলেন – হৃদয় ছেদা, দিব্যাকৃতি সিং, অনুষ আগরওয়াল্লা এবং সুদীপ্তি হ্যাজেলা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ঘোড়ার খেলা ইকুয়েস্ট্রিয়ানে ১৯৮২ সালের এশিয়ান গেমসে শেষ বার পদক এসেছিল ভারতে। সে বার দিল্লি এশিয়ান গেমসে ভারত ইকুয়েস্ট্রিয়ান থেকে ৩টি সোনা জিতেছিল। দীর্ঘ ৪১ বছর পর ইকুয়েস্ট্রিয়ানে ফের সোনা এল ভারতে। ইকুয়েস্ট্রিয়ানে দলগত ড্রেসেজ ইভেন্টে ভারত ২০৯.২০৫ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে। ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে রুপো পেয়েছে চিন এবং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে হংকং, চিন। শুটিং, ক্রিকেটের পর ১৯তম এশিয়ান গেমসে এটি ভারতের তৃতীয় সোনা। এই নিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে ইকুয়েস্ট্রিয়ান থেকে মোট চারটি পদক এল ভারতে।
Team India won its first Equestrian gold in the Asian Games history in dressage team event at Hangzhou Asian Games.
Cheer for the historical moment! Congratulations!#Hangzhou #AsianGames #TeamIndia #Equestrian #HangzhouAsianGames #AsianGames2023 #GoldMedal @FEI_Global… pic.twitter.com/2GOPfRZ6M4
— 19th Asian Games Hangzhou 2022 Official (@19thAGofficial) September 26, 2023
১৯তম এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনার পাশাপাশি সেইলিংয়ে মহিলাদের ডিঙ্গি ILCA4 ইভেন্টেে রুপো পেয়েছেন নেহা ঠাকুর। তারপর দিনের দ্বিতীয় পদকও আসে সেইলিং থেকে। নেহার পর সেইলিংয়ে RS:X পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ইবাদ আলি। হানঝাউ গেমসে ভারতের ঝুলিতে আপাতত মোট পদক সংখ্যা দাঁড়াল ১৪টি। রয়েছে ৩টি সোনা, ৪টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ।