AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Baboo: দিনমজুর থেকে এশিয়াডে পদকজয়! রাম বাবুর দিকে সাহায্যের হাত বাড়ালেন আনন্দ মাহিন্দ্রা

রাম বাবু অ্যাথলেটিক্সে আসার আগে বিরাট কষ্ট করে দিনযাপন করতেন। কখনও প্রয়োজনে ওয়েটারের কাজ করেছেন। রাস্তায় রাত কাটিয়েছেন। এমনকি করোনার সময় যখন লকডাউন হয়েছিল সেই সময় রাম বাবু ১০০ দিনের মজুরের কাজও করেছেন। এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জ পাওয়ার পর তাঁর একটি লকডাউনের সময়কার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায় তিনি তপ্ত রোদে এক মাঠে কাজ করছেন।

Ram Baboo: দিনমজুর থেকে এশিয়াডে পদকজয়! রাম বাবুর দিকে সাহায্যের হাত বাড়ালেন আনন্দ মাহিন্দ্রা
দিনমজুর থেকে এশিয়াডে পদকজয়! রাম বাবুর দিকে সাহায্যের হাত বাড়ালেন আনন্দ মাহিন্দ্রা
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 8:53 AM
Share

নয়াদিল্লি: ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা যা কথা দেন, তা বরাবর রাখেন। এ বার ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) ব্রোঞ্জ পাওয়া রাম বাবুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। এই প্রথম বার নয়, অতীতেও তিনি একাধিক অ্যাথলিটের পাশে দাঁড়িয়েছেন। রাম বাবুর (Ram Baboo) উত্থানের গল্প সকলকে প্রেরণা দেবে। নিজের স্বপ্নপূরণের জন্য একসময় বাড়ি ছেড়েছিলেন রামবাবু। সেই তিনিই হানঝাউ এশিয়ান গেমসে ৩৫ কিমি মিক্সড হাঁটা টিমের সঙ্গে সদস্য ছিলেন। মঞ্জু রানির সঙ্গে জুটিতে রাম বাবু ব্রোঞ্জ পেয়েছেন। তারপর থেকে উঠে এসেছে তাঁর কষ্টের জীবনযাপনের কাহিনি। সেই কাহিনি নাড়িয়ে দিয়েছে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাকেও। তাই রাম বাবুকে সাহায্য করার কথা জানিয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসলে রাম বাবু অ্যাথলেটিক্সে আসার আগে বিরাট কষ্ট করে দিনযাপন করতেন। কখনও প্রয়োজনে ওয়েটারের কাজ করেছেন। রাস্তায় রাত কাটিয়েছেন। এমনকি করোনার সময় যখন লকডাউন হয়েছিল সেই সময় রাম বাবু ১০০ দিনের মজুরের কাজও করেছেন। এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জ পাওয়ার পর তাঁর একটি লকডাউনের সময়কার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায় তিনি তপ্ত রোদে এক মাঠে কাজ করছেন। রাম বাবুর এই পরিশ্রম দেখে এ বার সাহায্য করার কথা জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা।

রাম বাবুর একটি ভিডিয়ো শেয়ার করে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘দিনমজুর থেকে এশিয়ান গেমসে পদক প্রাপ্ত। অপ্রতিরোধ্য সাহস এবং সংকল্প রয়েছে তাঁর। দয়া করে আমাকে তাঁর সঙ্গে যোগাযোগের নম্বর দিন। আমি তাঁর পরিবারকে আমাদের যে কোনও ট্রাক্টর বা পিক আপ ট্রাক দিয়ে সাহায্য করতে চাই।’

১৯তম এশিয়ান গেমসে পদক পাওয়া রাম বাবুর জন্য শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার এই এগিয়ে আসা বেশ চর্চিত হচ্ছে নেটদুনিয়ায়। উল্লেখ্য, এ বারের এশিয়ান গেমস থেকে ভারতীয় অ্যাথলিটরা ১০৭ পদক নিয়ে দেশে ফিরেছেন।