AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Badminton Asia Championships Final: ব্যাডমিন্টনে সোনার ইতিহাস সাত্বিক-চিরাগ জুটির

Satwiksairaj Rankireddy-Chirag Shetty : ৫৮ বছরের অপেক্ষার অবসান। সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির হাত ধরে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে প্রথম সোনা পেল ভারত। ফাইনালে প্রথম গেমে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে সাত্বিক-চিরাগ জুটি।

Badminton Asia Championships Final: ব্যাডমিন্টনে সোনার ইতিহাস সাত্বিক-চিরাগ জুটির
ব্যাডমিন্টনে সোনার ইতিহাস সাত্বিক-চিরাগ জুটিরImage Credit: BAI Media Twitter
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 8:39 PM
Share

দুবাই : ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে (Badminton Asia Championships) সোনা ফলালেন ভারতীয় তারকা শাটলার জুটি। দুবাইয়ে আজ, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসের ফাইনালে মালয়েশিয়ান জুটিকে হারিয়ে দেশকে সোনা এনে দিয়েছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। ব্যাডমিন্টনে ইতিহাস গড়ে এশিয়া সেরা হল ভারত। ‘সাচি’ জুটির হাত ধরে ৫৮ বছরের অপেক্ষার অবসান হয়েছে। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে এই প্রথমবার সোনা পেল ভারত। ১৯৭১ সালে এই টুর্নামেন্ট থেকে দীপু ঘোষ ও রমন ঘোষ জুটিতে দেশকে রুপো এনে দিয়েছিলেন। এই নিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। এর আগে ১৯৬৫ সালে পুরুষদের সিঙ্গলস থেকে সোনা জিতেছিলেন দীনেশ খান্না। এ বার ডাবলসে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন সাত্বিক-চিরাগ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ফাইনালে প্রথম গেমে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে সাত্বিক-চিরাগ জুটি। মালয়েশিয়ান জুটি ওং ইয়ু সিন-তেও ই-র কাছে প্রথম গেমে ১৬-২১ ব্যবধানে হারেন সাত্বিক-চিরাগ। এরপর দ্বিতীয় গেমে ২১-১৭ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন ভারতীয় শাটলার জুটি। তৃতীয় গেমে প্রায় সেয়ানে সেয়ানে টক্কর হয়। যদিও শেষ অবধি ২১-১৯ ব্যবধানে তৃতীয় গেম জিতে সোনার হাসি ফোটে সাত্বিকসাইরাজ-চিরাগ জুটির মুখে।

প্রসঙ্গত, ১৯৬২ সাল থেকে এই টুর্নামেন্টের বিভিন্ন বিভাগে এর আগে ভারতীয় শাটলাররা ১৭টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। ইতিহাস গড়ার পর সাত্বিক-চিরাগ জুটিকে ২০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি হিমন্ত বিশ্ব শর্মা।