Asian Games, Shooting: জন্মদিনে সোনার সেলিব্রেশন হল না, রুপোতেই থামলেন সরবজ্যোৎ-দিব্যা
চিনের অলিম্পিক চ্যাম্পিয়ন শুটার ব়্যাক্সিং জিয়্যাং একদিকে। অন্য দিকে বাকু বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন সোনা বোয়েন জ্যাং। চিনের এই দুই অভিজ্ঞ এবং চাপ মুখে পারফর্ম করতে পারা শুটারদের বিরুদ্ধে বিরাট চ্যালেঞ্জ ছিল ভারতের। শুরুতে চাপ তৈরি করলেও ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সোনা বদলে রুপোতেই থামলে হল ভারতের সরবজ্যোৎ সিং ও দিব্যা থাদিগোল সুব্বারাজকে।

হানঝাউ: চিনের অলিম্পিক চ্যাম্পিয়ন শুটার ব়্যাক্সিং জিয়্যাং একদিকে। অন্য দিকে বাকু বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন সোনা বোয়েন জ্যাং। চিনের এই দুই অভিজ্ঞ এবং চাপের মুখে পারফর্ম করতে পারা শুটারদের বিরুদ্ধে বিরাট চ্যালেঞ্জ ছিল ভারতের। শুরুতে চাপ তৈরি করলেও ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে সোনার বদলে রুপোতেই থামলে হল ভারতের সরবজ্যোৎ সিং ও দিব্যা থাদিগোল সুব্বারাজকে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের যোগ্যতা পর্বে শীর্ষে ছিলেন দুই ভারতীয়। সরবজ্যোৎ সিং তিন সিরিজের পর ২৯১ পয়েন্ট স্কোর করেছিলেন। দিব্যা থাদিগোল সুব্বারাজ ২৮৬ স্কোর করেন। মোট ৫৭৭। চিনের ও ইরানের শুটারদের পিছনে ফেলে এক নম্বরে শেষ করার ফলে সরাসরি সোনার লড়াইয়ে নামার সুযোগ পেয়ে গিয়েছিলেন ভারতের দুই ছেলে-মেয়ে। শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হল না। তবে চিনকে সোনা জিততে হল লড়াই করে। TV9Bangla Sportsএ বিস্তারিত।
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টের ফাইনালে শটের কোনও সীমা নেই। ১৬ পয়েন্ট যে টিম আগে পৌঁছয়, চ্যাম্পিয়ন হয় তারাই। প্রথম দুটো সিরিজে ৪-০ এগিয়ে যায় ভারতীয় জুটি। পরের সিরিজ টাই হয়। চতুর্থ সিরিজ আবার চিনের অ্যাথলিটরা জেতেন। পঞ্চম সিরিজের পর ৭-৩এ পৌঁছে গিয়েছিলেন ভারতীয় শুটাররা। ষষ্ঠ সিরিজে আবার চিন ফেরে লড়াইয়ে। সপ্তম সিরিজে প্রবল ভাবে ফিরে আসেন চিনা শুটাররা। স্কোরলাইন ৭-৭ করে ফেলেন। অষ্টম সিরিজে ভারতীয়রাও দুরন্ত কামব্যাক করেন। সরবজ্যোৎ ও দিব্যা ৯-৭ এগিয়ে যান এই সিরিজে। নবম সিরিজে আবার ১১-৭ করে ফেলেন ভারতীয় জুটি। দশম সিরিজে চিন পাল্টা লড়াইয়ে ফেরে। স্কোর করে ৯-১১। ১১ ও ১২তম সিরিজ জিতে চিন ১৩-১১ করে ফেলে চিন। চাপের মুখে সরবজ্যোতের শট কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছিল। ১৩তম সিরিজে ১৩-১৩ হয়ে যায়। ১৪তম সিরিজও টাই, ১৪-১৪ পয়েন্ট দুই টিমের। ১৫তম সিরিজটা ১০.৩ মেরেছিলেন। সরবজ্যোৎ মনোঃসংযোগ ধরে রাখতে পারেননি। ৯.৯ পয়েন্ট মারেন।
২২ বছরের সরবজ্যোৎ ইতিমধ্যেই সোনার স্বাদ পেয়ে গিয়েছেন হানঝাউ গেমসে। ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্ট থেকে সোনা পেয়েছেন অর্জুন সিং চিমা, শিবা নারওয়ালের সঙ্গে। ব্যক্তিগত ইভেন্ট থেকে পদক আসেনি। সেই আক্ষেপ মিক্সড ডাবলসে মেটাতে চান পঞ্জাবের ছেলে। ঘটনা হল, আজই আবার জন্মদিন সরবজ্যোতের। সোনা দিয়ে জন্মদিনের সেলিব্রেশনের সুযোগ পেলেন না। বেঙ্গালুরুর মেয়ে দিব্যার প্রথম প্রেম ছিল বাস্কেটবল। সেখান থেকে শুটিংয়ে চলে আসেন তিনি। কোচ মঞ্জুনাথ পাটগরের হাতে পড়ার পর ধীরে ধীরে সাফল্য়ও পেতে শুরু করেন। ২০২২ সালে ১০ মিটার পিস্তলে জাতীয় চ্যাম্পিয়ন হন। ২০২৩ সাল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়। ভোপালে চলছিল জাতীয় ট্রায়াল। সেই সময় হঠাৎই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। চোট তো পেয়েইছিলেন। চোখের দৃষ্টি সামান্য় ঝাপসাও হয়ে যায়। মিশরের কায়রোতে ছিল বিশ্ব মিট। তার আগে এমন দুর্ঘটনাও তাঁকে থামাতে পারেনি। দিব্যা ওই অবস্থাতেই নামেন ট্রায়ালে। ভারতীয় টিমে জায়গাও করে নেন। সরবজ্যোতের সঙ্গে তাঁর জুটি এর আগেও সাফল্য় পেয়েছে। গত মে মাসে বাকু বিশ্ব মিটে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলস ইভেন্টে সোনা জিতেছিল ভারতীয় জুটি।
