AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PT Usha: ‘ভারতের অলিম্পিক আয়োজনের দাবি জানানোর সময় এসেছে’, বলছেন IOA সভাপতি পিটি উষা

সব রেকর্ড ভেঙে হানঝাউ গেমসে ভারতের অ্যাথলিটরা ১০৭ পদক পেয়েছেন। যা প্যারিস অলিম্পিকে ভারতের পদকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। এ বার হানঝাউ গেমসে টিম ইন্ডিয়ার সাফল্য দেখে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা (PT Usha) জানিয়েছেন, সময় এসেছে ভারতের অলিম্পিক আয়োজনের দাবি জানানোর।

PT Usha: 'ভারতের অলিম্পিক আয়োজনের দাবি জানানোর সময় এসেছে', বলছেন IOA সভাপতি পিটি উষা
'ভারতের অলিম্পিক আয়োজনের দাবি জানানোর সময় এসেছে', বলছেন IOA সভাপতি পিটি উষা
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 7:30 AM
Share

হানঝাউ: সদ্য শেষ হওয়া এশিয়ান গেমস (Asian Games 2023) থেকে ভারতীয় অ্যাথলিটরা এ বার তিন অঙ্কের পদক নিয়ে দেশে ফিরছে। সব রেকর্ড ভেঙে হানঝাউ গেমসে ভারতের অ্যাথলিটরা ১০৭ পদক পেয়েছেন। যা প্যারিস অলিম্পিকে ভারতের পদকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। এ বার হানঝাউ গেমসে টিম ইন্ডিয়ার সাফল্য দেখে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা (PT Usha) জানিয়েছেন, সময় এসেছে ভারতের অলিম্পিক আয়োজনের দাবি জানানোর। আসলে আগামী ১৫ অক্টোবর থেকে তিনদিনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বৈঠক বসবে মুম্বইয়ে ৷ সেখানেই এ বার অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তাব রাখতে চলেছে ভারত সরকার ৷ সেখানেই ২০৩৬ অলিম্পিক আয়োজনের দাবি জানাবে ভারত ৷ এই নিয়ে আর কী বললেন ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি পিটি উষা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

হানঝাউ গেমস থেকে ১০৭টি পদক নিয়ে ভারতে ফিরছেন দেশের অ্যাথলিটরা। ভারতের এই সাফল্য নিয়ে পিটি উষা সংবাদসংস্থা পিটিআইকে পিটি উষা বলেন, ‘হানঝাউ এশিয়ান গেমসে রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের পর আমার মনে হয়, আমাদের দেশের অ্যাথলিট, কোচ এবং জাতীয় ফেডারেশনগুলি ভালোভাবে প্রস্তুতি নিলে প্যারিস অলিম্পিকে তিন অঙ্কের পদক আমরা পেতে পারি।’

পিটি উষার কথায়, ‘ভারতীয় খেলাধুলার উন্নতি এবং ক্রীড়াবিদদের জন্য সরকার সম্ভাব্য সবকিছুই করছে। আমাদের প্রধানমন্ত্রী দেশের খেলাধূলো নিয়ে ভীষণ আগ্রহী। আমাদের ২০৩৬ সালের অলিম্পিকের জন্য বিড করা উচিত। আমি নিশ্চিত যে ভারত টোকিওর চেয়ে প্যারিস অলিম্পিকে বেশি পদক জিতবে। সেই পদক সংখ্যা প্রমাণ করবে আমরা অলিম্পিক আয়োজন করতে পারি।’

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ৩ দিনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বৈঠক বসবে মুম্বইয়ে ৷ পিটি উষার কথায় পরিষ্কার ওই বৈঠকেই এ বার অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তাব রাখতে চলেছে ভারত সরকার ৷