AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Japan Open 2023: সেমিতেই বিদায়, জাপান ওপেনে ইতিহাস গড়তে পারলেন না লক্ষ্য সেন

Lakshya Sen: চলতি বছরে এই নিয়ে পর পর BWF ওয়ার্ল্ড টুরের তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য সেন। তার মধ্যে কানাডা ওপেন জিতেছিলেন। ইউএস ওপেন এবং জাপান ওপেনে শেষ চারেই লক্ষ্যর সফর শেষ হয়ে যায়।

Japan Open 2023: সেমিতেই বিদায়, জাপান ওপেনে ইতিহাস গড়তে পারলেন না লক্ষ্য সেন
Japan Open 2023: সেমিতেই বিদায়, জাপান ওপেনে ইতিহাস গড়তে পারলেন না লক্ষ্য সেন Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 1:59 PM
Share

টোকিও: জাপান ওপেনের (Japan Open 2023) সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। সেই সঙ্গে এই টুর্নামেন্টে ভারতের পদক পাওয়ার স্বপ্নভঙ্গ হল। ইতিহাস গড়তে পারলেন না ২১ বছরের লক্ষ্য। জাপান ওপেন থেকে কোনও ভারতীয় ব্যাডমিন্টন (Badminton) তারকা দেশকে পদক এনে দিতে পারেননি। ভারতীয় ব্যাডমিন্টন প্রেমীরা আশায় ছিলেন স্বপ্নের ফর্মে থাকা ভারতীয় পুরুষ ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি সেই স্বপ্নপূরণ করবেন। কিন্তু তাঁরা কোয়ার্টার ফাইনালেই আটকে যান। এরপর সেমিফাইনালে উঠে ভারতীয় সমর্থকদের মনে পদক জয়ের সমস্ত আশা জিইয়ে রেখেছিলেন লক্ষ্য সেন। তবে ফাইনালে ওঠা হল না লক্ষ্যর। ইন্দোনেশিয়ার শাটলার জোনাথন ক্রিস্টির কাছে হেরে জাপান ওপেন থেকে খালি হাতে ফিরতে হচ্ছে লক্ষ্য সেনকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জাপান ওপেনের সেমিফাইনালে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা এবং এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে নেমেছিলেন ভারতের লক্ষ্য সেন। প্রথম গেমে ইন্দোনেশিয়ার শাটলার জোনাথনের কাছে ২১-১৫ ব্যবধানে হারেন লক্ষ্য। এরপর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ভারতীয় শাটলার। দারুণ লড়াই করে দ্বিতীয় গেম লক্ষ্য জেতেন ২১-১৩ ব্যবধানে।

এরপর নির্ণায়ক গেমেও লক্ষ্য ও জোনাথনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। জোনাথনের দারুণ ডিফেন্স ও অসাধারণ শটের বিরুদ্ধে লক্ষ্য প্রতিরোধ গড়লেও শেষ অবধি ১৬-২১ ব্যবধানে তৃতীয় গেম হারেন ভারতীয় শাটলার। সেই সঙ্গে এই টুর্নামেন্টে ভারতের পদক জয়ের স্বপ্নভঙ্গও হয়। ১ ঘণ্টা ৮ মিনিট ধরে এই সেমিফাইনাল ম্যাচ চলে। এর আগে এই দুই তারকা ২ বার মুখোমুখি হয়েছিলেন। তাতে দু’জনই এক বার করে জিতেছিলেন। এ বার জোনাথন ছাপিয়ে গেলেন লক্ষ্যকে।