AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Open: শ্রীকান্ত সহ আক্রান্ত ৭ ভারতীয়, চাপে ইন্ডিয়ান ওপেন

দিল্লিতে এমনিতেই করোনার প্রভাব মারাত্মক। প্রায় ৩০ হাজার মানুষ আক্রান্ত। তারই প্রভাব পড়ল ইন্ডিয়ান ওপেনে।

India Open: শ্রীকান্ত সহ আক্রান্ত ৭ ভারতীয়, চাপে ইন্ডিয়ান ওপেন
India Open: শ্রীকান্ত সহ আক্রান্ত ৭ ভারতীয়, চাপে ইন্ডিয়ান ওপেন (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Jan 13, 2022 | 2:35 PM
Share

নয়াদিল্লি: করোনার থাবায় রীতিমতো বিপর্যস্ত ইন্ডিয়ান ওপেন (India Open)। সাত ভারতীয় শাটলার সংক্রমিত হওয়ার পর নাম তুলে নিতে বাধ্য হলেন। করোনায় আক্রান্ত বিশ্ব মিটে রুপোজয়ী ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। অশ্বিনী পোনাপ্পা, ঋতিকা রাহুল ঠক্কর, তৃষা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন আমন সিং এবং খুশি গুপ্তারাও একই কারণে নাম তুলে নিতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ান ওপেনের এই বিপর্যস্ত পরিস্থিতি বিশ্ব ব্যাডমিন্টন সংস্থাকেও (Badminton World Federation) খুব চাপে ফেলে দিয়েছে।

দিল্লিতে এমনিতেই করোনার প্রভাব মারাত্মক। প্রায় ৩০ হাজার মানুষ আক্রান্ত। তারই প্রভাব পড়ল ইন্ডিয়ান ওপেনে। আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘মঙ্গলবারের বাধ্যতামূলত আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ওই প্লেয়ারদের। ডাবলস পার্টনাররা ওই সাতজনের কাছাকাছি এসেছিল। তাই তারাও টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে। যারা নাম তুলে নিয়েছে, তাদের পরিবর্তে অন্য কেউ খেলতে পারবে না। তাদের প্রতিপক্ষরা ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে যাবে।’

কিদাম্বি প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। তাঁর আগামী ম্যাচের প্রতিপক্ষ তৃতীয় রাউন্ডে চলে গেলেন। টুর্নামেন্টের শুরুতেই সাই প্রণীত, ডাবলস জুটি মনু অত্রী-ধ্রুব রাওয়াতের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তখন থেকেই একটা আতঙ্ক তৈরি হয়। করোনার কারণেই ইংল্যান্ডের শাটলাররা ইন্ডিয়ান ওপেন খেলতেই আসেনি। ভারতের পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সাইনা নেহওয়ালরা অবশ্য সুস্থ আছেন। বিশ্ব চ্যাম্পিয়ন লো কিন উই, মহম্মদ এহশান, তাইল্যান্ডের বুসানানরা খেলছেন ইন্ডিয়ান ওপেনের মূল আকর্ষণ এখন।