AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lakshya Sen: খেতাব হাতছাড়া করে হতাশ লক্ষ্য স্বীকার করলেন নিজের ভুল

ভিক্টরের আগ্রাসনের কাছে হার মানতে হয়েছে বছর ২০-র ভারতীয় তারকা শাটলারকে। ফাইনালে লক্ষ্য যে ভিক্টরের বিরুদ্ধে ভুল করেছেন তা মেনেও নিয়েছেন।

Lakshya Sen: খেতাব হাতছাড়া করে হতাশ লক্ষ্য স্বীকার করলেন নিজের ভুল
Lakshya Sen: খেতাব হাতছাড়া করে হতাশ লক্ষ্য স্বীকার করলেন নিজের ভুলImage Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 11:34 AM
Share

লন্ডন: অল ইংল্যান্ড ওপেনের (All England Open) ফাইনালে বিশ্বের এক নম্বর প্লেয়ার ভিক্টর অ্যাক্সেলসেনের  (Viktor Axelsen) কাছ স্ট্রেট গেমে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লক্ষ্য সেনের (Lakshya Sen)। ভিক্টরের আগ্রাসনের কাছে হার মানতে হয়েছে বছর ২০-র ভারতীয় তারকা শাটলারকে। ফাইনালে লক্ষ্য যে ভিক্টরের বিরুদ্ধে ভুল করেছেন তা মেনেও নিয়েছেন। জার্মান ওপেনের সেমিফাইনালে যে ভিক্টরকে হারিয়েছিলেন লক্ষ্য, সেই ভিক্টর ছিলেন না অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে। লক্ষ্যর কথায়, এক সপ্তাহ আগের ভিক্টর আর অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে খেলা ভিক্টর সম্পূর্ণ আলাদা। আক্রমণ, রক্ষণে দুইয়েই এই ভিক্টর এক্কেবারে আলাদা।

ম্যাচের শেষে হতাশ লক্ষ্য বলেন, “গত সপ্তাহে আমি ওর বিরুদ্ধে খেলেছিলাম। কিন্তু আজ ওকে অনেক ধারালো দেখা গিয়েছে। ওর আক্রমণ ও রক্ষণও ছিল অসাধারণ। ও দারুণ ধৈর্য্য নিয়ে অসাধারণ খেলেছে।” এরপর নিজের ভুলের কথা তুলে ধরে লক্ষ্য বলেন, “প্রথম গেমে আমি প্রচুর ভুল করেছিলাম। যার খেসারত আমাকে দিতে হয়েছে। দ্বিতীয় গেমেও ও আমাকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি।”

অল ইংল্যান্ডের ফাইনালে ৫৩ মিনিটের মধ্যেই ভিক্টর লক্ষ্যকে ২১-১০, ২১-১৫ পয়েন্টে হারান। টানা চতুর্থবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন ভিক্টর। বিশ্বের এক নম্বর প্লেয়ারের বিরুদ্ধে নামার আগে কেমন অনুভব করছিলেন লক্ষ্য, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ম্যাচের আগে সত্যি ভীষণ চাপ অনুভব করছিলাম। কিন্তু যখনই কোর্টে ঢুকলাম, তখন সেটা আমার কাছে অন্য একটা ম্যাচের মতোই ছিল। শনিবারের ম্যাচটা জেতার পর আমি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু ভিক্টর যে অসাধারণ খেলেছে, তার জন্য ওকে অভিনন্দন জানানো দরকার।”

আরও পড়ুন: Lakshya Sen: ভিক্টর আগ্রাসনের কাছে খেতাবের স্বপ্নপূরণ হল না লক্ষ্যর

আরও পড়ুন: IPL 2022: দেশের হয়ে খেলায় জন্য আনফিট, আইপিএলে খেলতে চলেছেন ফিট হয়ে, ছবিতে দেখুন সেই ৫ প্লেয়ারদের

আরও পড়ুন: ISL 2021-22: লক্ষ্মীকান্তর ‘হাত’ ধরে আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ