Lovlina Borgohain: এশিয়ান গেমসে সোনার দরজা খুলে প্যারিস অলিম্পিকের টিকিট লভলিনার!
Asian Games 2023: লভলিনা প্রত্যাশাপূরণ করলেও প্রীতি পারলেন না। এর আগে ৫৪ কেজি বিভাগে প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করে ফেলেছেন। কিন্তু সেমিফাইনালের বেড়া টপকাতে পারলেন না। চিনের ইউয়ান চ্যাংয়ের বিরুদ্ধে ১-৪ হেরে গেলেন ভারতীয় বক্সার। কার্যত একতরফা ম্যাচে হারতে হল প্রীতিকে।
হানঝাউ: প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করে ফেললেন। একই সঙ্গে ৭৫ কেজি বিভাগে সোনা দখলের লড়াইয়েও ঢুকে পড়লেন অসমের বক্সার লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। এশিয়ান গেমসে (Asian Games 2023) মেয়েদের বক্সিংয়ের (Boxing) ভারতের দুই তারকার বক্সার নিখাত জারিন ও লভলিনা। নিখাত প্যারিসের টিকিট পেলেও সোনার দরজা খুলতে পারেননি। কিন্তু লভলিনা পারলেন। সেমিফাইনাল বাউটে তাইল্যান্ডের বাইসন মানিকনকে হারালেন ৫-০। যার অর্থ হল, রুপো নিশ্চিত লভলিনা। সোনার লক্ষ্য়ে অবিচল টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া বক্সার। TV9Bangla Sportsএ বিস্তারিত।
বাইসনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ডিফেন্সিভ মোডে শুরু করেছিলেন লভলিনা। আসলে তাইল্যান্ডের বক্সারকে দেখে নিতে চেয়েছিলেন যেমন, তেমনই ক্লান্তও করে দিতে চেয়েছিলেন। লভলিনার স্ট্র্যাটেজি কাজে লেগেছিল। প্রথম রাউন্ড জেতার পর চেনা আগ্রাসী ছন্দেই দেখা গিয়েছে তাঁকে। ডিফেন্সের বদলে জ্যাব মেরে বাইসনকে বিপর্যস্ত করে দিয়েছিলেন। বাইসন ওই সময় বেশ চাপে ছিলেন। তৃতীয় রাউন্ডে আবার আক্রমণ আর রক্ষণের মিশেলে খেলার চেষ্টা করেছিলেন। অলিম্পিকের সাফল্য লভলিনাকে অনেক অভিজ্ঞ করে দিয়েছে। যা কাজে লাগিয়ে এশিয়ান গেমসের প্রথম সোনা জয়ের স্বপ্ন দেখছেন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার।
লভলিনা প্রত্যাশাপূরণ করলেও প্রীতি পারলেন না। এর আগে ৫৪ কেজি বিভাগে প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করে ফেলেছেন। কিন্তু সেমিফাইনালের বেড়া টপকাতে পারলেন না। চিনের ইউয়ান চ্যাংয়ের বিরুদ্ধে ১-৪ হেরে গেলেন ভারতীয় বক্সার। কার্যত একতরফা ম্যাচে হারতে হল প্রীতিকে। তবে এই হারও পদকের অ্যাকাউন্টে খুব একটা প্রভাব ফেলছে না। অন্যান্য খেলায় ভারতীয় অ্যাথলিটরা চমৎকার পারফর্ম করছেন। পদক দিচ্ছেন দেশকে। জাকার্তা এশিয়ান গেমস থেকে ৭০টা পদক এসেছিল। এ বার যে সেই সংখ্য়া ছাপিয়ে যাবে ভারত, তাতে আর কোনও সন্দেহ নেই। সোনার পদকের নতুন রেকর্ডও করবেন ভারতীয়রা। ১০০ পার হবে কি? হানঝাউ গেমসে এই প্রশ্নের উত্তরই মেলাতে চাইছে ভারত।