Tokyo Olympics 2020: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক মেরি-মনপ্রীত
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিশেনর (IOA) তরফ থেকে এই খবর জানানো হয়েছে।

নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে টোকিও অলিম্পিক (Tokyo Olympics)। ২৩ জুলাই শুরু হতে চলেছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বহন করার দায়িত্ব পালন করবেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম (Mary Kom) ও ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh)। আজ, সোমবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিশেনর (IOA) তরফ থেকে এই খবর জানানো হয়েছে।
টোকিও গেমসের (Tokyo Games) সমাপ্তি অনুষ্ঠান হবে ৮ অগস্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়া ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া (Bajrang Punia) সেই দিন ভারতের হয়ে তেরঙ্গা বহন করবেন। এবার টোকিওতে ভারত থেকে মোট ২০১জন যাচ্ছেন। তার মধ্যে ১২৬ জন অ্যাথলিট ও ৭৫জন অফিসিয়াল স্টাফ রয়েছেন।
Boxer MC Mary Kom & hockey player Manpreet Singh to be flag bearers of the Indian contingent at the Tokyo Olympics opening ceremony; wrestler Bajrang Punia to be the flag bearer of the contingent at the closing ceremony.@MangteC@manpreetpawar07@BajrangPunia
(File Pic) pic.twitter.com/UJpgCT7K64
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) July 5, 2021
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, টোকিওগামী ভারতীয় দলে ৫৬ শতাংশ পুরুষ এবং ৪৪ শতাংশ মহিলা অ্যাথলিট রয়েছেন। এবার বিভিন্ন বিভাগ থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা রয়েছে। অ্যাথলিটরাও অনেকটাই আত্মবিশ্বাসী। করোনার কারণে এক বছর পিছিয়ে গেলেও অবশেষে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। ভারতীয় অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে কোনও খামতি রাখছেন না প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনগন। ভারতের অ্যাথলিটরাও সেরা পারফম্যান্স দিয়ে দেশকে গর্বিত করার অপেক্ষায় রয়েছেন। সব অপেক্ষার অবসান হতে চলেছে আর ১৭ দিন পর।
আরও পড়ুন: Tokyo Olympics-এ ১০০মিটারে ফোকাস দ্যুতির





