হিসার: অলিম্পিকের (Olympic) জেট ল্যাগ ঝেড়ে ফেলে আবার খেলায় ফিরেছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে এখনই বক্সিং রিংয়ে নেমে পড়তে চাইছেন না মেরি কম (Mary Kom)। বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া (BFI) আয়োজিত জাতীয় বক্সিংয়ে খেলবেন না বলে জানিয়েছেন মেরি। কারণ তিনি ফোকাস করতে চান বিশ্ব চ্যাম্পিয়নশিপে।
মেরির এই সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের জন্য বিতর্ক তৈরি হয়েছিল। ভারতীয় বক্সিং ফেডারেশন জানিয়েছে, জাতীয় বক্সিংয়ে যে বক্সাররা সোনা জিতবেন, তাঁদেরকেই পাঠানো হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তা হলে মেরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাবেন কি ভাবে? পরে অবশ্য নিজেদের অবস্থান পরিস্কার করে দিয়েছে ভারতীয় বক্সিং সংস্থা। দুটি ওয়াট ক্যাটাগরিতে ট্রায়াল হবে। তার মধ্যে আছে মেরির ৪৮কেজি বিভাগও। তাই জাতীয় চ্যাম্পিয়নশিপে না খেললেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়ার সুযোগ পাবেন ভারতীয় বক্সিংয়ের রাণী।
অক্টোবরের ২১ তারিখ থেকে হিসারে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। অলিম্পিকে ব্রোঞ্জ পদক পাওয়া লভলিনা বরগোহাঁইকে (Lovlina Borgohain) সরাসরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে (world championship) খেলার টিকিট দেওয়া হয়েছে। ৬৯ কেজি বিভাগেই নামবেন তিনি। অলিম্পিকে দুরন্ত পারফরম্যান্সের জন্যই তাঁকে এই সুযোগ দেওয়া হচ্ছে। তিনিও জাতীয় পর্বের খেলায় নামছেন না।
জাতীয় বক্সিং ফেডারেশন সূত্র খবর, বিশ্বকাপের দল ঘোষণা তাড়াতাড়ি হলে জাতীয় পর্বে নামতেও পারেন তিনি। টোকিও অলিম্পিক থেকে ফেরার পর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামেননি মেরি। অলিম্পিকে অংশ নেওয়া আরও দুই বক্সার সিমরনজিত্ কৌর ও পূজা রানিকে দেখে যাবে জাতীয় প্রতিযোগিতায়। ইস্তানবুলে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হবে ডিসেম্বরে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য ২.৬ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: India Hockey: জাতীয় শিবিরে ডেঙ্গিতে আক্রান্ত ৪ হকি প্লেয়ার, তীব্র বিতর্ক