Neeraj Chopra: মরসুমের প্রথম সোনা পেয়ে কী বললেন সোনার ছেলে নীরজ চোপড়া?
শনিবার ফিনল্যান্ডেই অনুষ্ঠিত হওয়া কুয়োর্তানে গেমসে (Kuortane Games) ৮৬.৬৯ মিটার জ্যাভলিন ছুড়েই সোনা পেয়েছেন ২৪ বছরের নীরজ।

ফিনল্যান্ড: গত বছর টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ায় (Neeraj Chopra) বর্শায় বিধেছিল সোনা। সে দিন এক ইতিহাস গড়েছিলেন নীরজ। তবে এই একটা অলিম্পিকের সোনাতেই আটকে যেতে চান না নীরজ। তাঁর পাখির চোখ প্যারিস অলিম্পিকে এবং ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়াতে। চলতি মাসে ফিনল্যান্ডের পাভো নুরমি গেমসে (Paavo Nurmi Games) মাত্র ০.৭০ মিটারের দূরত্বের জন্য ৯০ মিটারের গণ্ডি পেরোনো হয়নি নীরজের। তবে ওই প্রতিযোগিতায় ৮৯.৩০ মিটার জ্যাভলিন ছুড়ে নয়া জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। তার ঠিক তিন দিনের মাথায় সোনা দখল করলেন নীরজ। ফিনল্যান্ডেই অনুষ্ঠিত হওয়া কুয়োর্তানে গেমসে (Kuortane Games) শনিবার ৮৬.৬৯ মিটার জ্যাভলিন ছুড়েই সোনা পেয়েছেন ২৪ বছরের নীরজ। প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে এই পদক জুটেছে তাঁর কপালে।
কুয়োর্তানে গেমস চলাকালীন বৃষ্টির কারণে রানওয়ে ভিজে ছিল। তার মধ্যেই প্রথম থ্রো-তে ৮৬.৬৯ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। নীরজের দ্বিতীয় ও তৃতীয় থ্রো বাতিল হয়ে যায়। এবং তিনি মাত্র তিনটি থ্রো-ই করেন। বৃষ্টির কারণে রানওয়ে পিচ্ছিল হয়ে গিয়েছিল। যার ফলে দেখা যায় তৃতীয় থ্রো করার পর পা পিছলে রানওয়েতে পড়ে যান নীরজ। কিন্তু তাঁর প্রথম থ্রো-তেই সোনা লেখা ছিল। তবে তিনি পিছলে পড়ে গেলেও চোট যে গুরুতর নয়, তা জানিয়েছেন খোদ নীরজ।
কুয়োর্তানে গেমসে মরসুমের প্রথম সোনা জয়ের পর টুইটারে তিনি লেখেন, “আবহাওয়াটা খারাপ ছিল, কিন্তু মরসুমের প্রথম জয়টা কুয়োর্তানেতেই আমি পেলাম। আমার ভীষণ ভালো লাগছে এবং এ বার আমার লক্ষ্য ৩০ জুন থেকে শুরু হতে চলা ডায়মন্ড লিগে। সকলের শুভেচ্ছা বার্তা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”
Tough conditions with the weather, but happy to get my first win of the season here at Kuortane. I’m feeling good and looking forward to kicking off my Diamond League season at @BAUHAUSGALAN on the 30th. Thank you for all the messages and support. ???? pic.twitter.com/C1ulI0mktN
— Neeraj Chopra (@Neeraj_chopra1) June 19, 2022
৩০ জুন নীরজ অংশ নেবেন স্টকহোম ডায়মন্ড লিগে (Stockholm Diamond League)। কুয়োর্তানে গেমসের সোনা জয়টা তাঁকে এই টুর্নামেন্টের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার বর্শা ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। তবে ফিনল্যান্ডে সেই দূরত্বকেও ছাপিয়ে যান তিনি। কিন্তু নীরজের পাখির চোখ ৯০ মিটারে। কুয়োর্তানে গেমসে সোনা জিতলেও ৯০ মিটারের স্বপ্ন পূরণ হয়নি নীরজের। তবে এক সপ্তাহে জোড়া পদক জিতলেন নীরজ। এরপর তিনি চলতি বছরের বার্মিংহামে কমনওয়েলথ গেমসের আগে, ওরেগনে ১৫-২৪ জুলাই হতে চলা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও অংশ নেবেন।





