AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nick Kyrgios: চোটে জর্জরিত! ইউএস ওপেনে খেলা হচ্ছে না অজি তারকা নিক কির্গিওসের

US Open 2023: চোট যেন পিছু ছাড়তেই চাইছে না টেনিসের ব্যাড বয় বলে পরিচিত নিক কির্গিওসের। এ বার তাঁর নামা হচ্ছে না ইউএস ওপেনে।

Nick Kyrgios: চোটে জর্জরিত! ইউএস ওপেনে খেলা হচ্ছে না অজি তারকা নিক কির্গিওসের
চোটে জর্জরিত! ইউএস ওপেনে খেলা হচ্ছে না অজি তারকা নিক কির্গিওসেরImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 4:52 PM
Share

নয়াদিল্লি: চলতি বছরে রীতিমতো চোটে কাহিল অজি টেনিস (Tennis) তারকা নিক কির্গিওস (Nick Kyrgios)। সম্প্রতি ইউএস ওপেনের (US Open) আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার টেনিস প্লেয়ার নিক কির্গিওস। নেপথ্যে চোট। ২০২২ সালে তিনি দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু এ বছরের ৪টি গ্র্যান্ড স্লামেই তাঁর খেলা হল না। এর আগে কব্জির চোটের কারণে উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছিলেন ওই টুর্নামেন্টের গত বারের রানার্স নিক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চোট যেন পিছু ছাড়তেই চাইছে না টেনিসের ব্যাড বয় বলে পরিচিত নিক কির্গিওসের। এ বার যুক্তরাষ্ট্র ওপেনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের কোয়ার্টার ফাইনালে ওঠা নিককে এ বারের টুর্নামেন্টে পাওয়া যাবে না। ইউএস ওপেন টেনিসের পক্ষ থেকে নিকের আরোগ্য কামনাও করা হয়েছে।

জানুয়ারিতে তাঁর হাঁটুর চোটের অস্ত্রোপচার হয়েছিল। তারপর চলতি বছরে মাত্র ১টি সিঙ্গলস ম্যাচ খেলেছেন নিক কির্গিওস। সেই ম্যাচে অজি টেনিস তারকা হেরেছিলেন। এরপর কব্জির চোটের কারণে উইম্বলডন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন নিক কির্গিওস। চলতি বছরের একের পর এক প্রতিযোগিতায় নামতে পারেননি নিক কির্গিওস। যে কারণে, ব়্যাঙ্কিংয়ের দিক থেকেও পিছিয়ে পড়েছেন তিনি। বর্তমানে তিনি এটিপির ক্রমতালিকার ৯২ নম্বরে রয়েছেন। সুস্থ হয়ে কবে কোর্টে ফেরেন কির্গিওস, এ বার সেটই দেখার।