মেলবোর্ন: টেনিসের জন্য অত্যন্ত খারাপ বার্তা। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) জন্যও। সেই সঙ্গে যা হল তাঁর সঙ্গে, নোভাক জকোভিচের (Novak Djokovic) জন্যও অত্যন্ত খারাপ খবর। এমনই বলছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে (Andy Murray)। গ্রেট ব্রিটেনের প্লেয়ার এখন নিজেও অস্ট্রেলিয়ান ওপেন খেলার জন্য তৈরি হচ্ছেন। শুক্রবারই সূচি ঘোষণা করা হয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের (Grand Slam)। সূচিতে জোকারও আছেন। যা পরিস্থিতি, তাতে এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে নামা হচ্ছে না জোকারের।
শুক্রবার সকালে আবার ভিসা বাতিল করা হয়েছে জকোভিচের। তাতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় পা দেওয়ার সময় নিজের কোভিড সংক্রান্ত তথ্য গোপন করেছেন সার্বিয়ান টেনিস প্লেয়ার। শুধু তাই নয়, ভুল তথ্য পরিবেশন করেছেন তিনি। মারে বলছেন, ‘নোভাক যখন কঠিন পরিস্থিতিতে, তখন ওকে আরও চাপে ফেলে দেওয়ার চেষ্টা কখনওই করব না। যাই ঘটে থাকুক না কেন, সেখান থেকে ও বেরিয়ে আসুক, এটাই চাইব। আর সেটাই হবে সবার পক্ষে ভালো ব্যাপার।’
জোকারকে নিয়ে তীব্র প্রতিক্রিয়াশীল টেনিস দুনিয়া। অনেকেই পাশে দাঁড়াচ্ছেন তাঁর। অনেকেই সরাসরি সমালোচনা করছেন। ভিসা বাতিলের পর আবার ডিটেইন করা হবে সার্বিয়ান তারকাকে। শনিবার সকাল ৮টায় অস্ট্রেলিয়ার ভিসা অফিসারদের সঙ্গে দেখা করার কথা জোকারের। তারপর, ১০-১৫ নাগাদ ফেডেরাল কোর্টে তাঁর ভিসা বাতিল নিয়ে অনলাইন শুনানি। সেখানে থাকতে পারবেন জোকার। তবে অস্ট্রেলিয়ার সীমান্ত রক্ষা বিভাগের অফিসাররা নজরে রাখবেন তাঁকে। আদালতের রায় না দেওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে তাঁকে বের করা যাবে না।
বিশ্ব টেনিসের অত্যন্ত পরিচিত নাম বরিস বেকার, যিনি আবার জোকারের কোচ ছিলেন এক সময়, বলে দিচ্ছেন, ‘কোনও টেনিস প্লেয়ারই কোনও টুর্নামেন্টের থেকে বড় হতে পারে না। তার পরও বলব, যেই হোক না কেন, কোর্টে তাকে দেখতে চাইবে সবাই। আদালতে কী হচ্ছে, তার উপর কিছু নির্ভর করতে পারে না। এটা নিয়ে কোনও সন্দেহ নেই, এই ঘটনার মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। এটাই সবচেয়ে খারাপ দিক।’
আরও পড়ুন: ISL 2021-22: করোনার থাবায় এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা