Novak Djokovic: কোহলির চেয়ে চারগুণ বেশি রোজগার, টুর্নামেন্ট জিতেই ১৪০০ কোটি টাকা আয় জকোভিচের

রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি ৩৬ বছরের নোভাক জকোভিচ ৯৪টি এটিপি সিঙ্গল খেতাব জিতলেন।

Novak Djokovic: কোহলির চেয়ে চারগুণ বেশি রোজগার, টুর্নামেন্ট জিতেই ১৪০০ কোটি টাকা আয় জকোভিচের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 8:15 AM

কলকাতা: সদ্য় কেরিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক জকোভিচ। সেই একই দিনে বিরাট কোহলি (Virat Kohli) হেরে গিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। দু’জনই নিজ নিজ জগতের তাঁরা। কিন্তু রোজগারের দিক থেকে সার্বিয়ান টেনিস তারকা ভারতীয় ক্রিকেটারের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। ইতিহাস গড়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। রবিবার ফরাসি ওপেন (French Open) জিতে কেরিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষদের টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম। জকোভিচ পিছনে ফেলে দিয়েছেন স্প্যানিশ মায়েস্ত্রো রাফায়েল নাদালকে (২২)। সেখানে অবসর নেওয়া রজার ফেডেরারের ঝুলিতে রয়েছে ২০টি গ্র্যান্ড স্ল্যাম। এই প্রতিবেদনে নোভাক ও বিরাটের রোজগারের পার্থক্য তুলে ধরল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এ বার আসা যাক নোভাক জকোভিচের আয়ের কথায়। ফোর্বস অনুসারে, জকোভিচের মোট আয় প্রায় ৪২০০ কোটি টাকা। যা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির চেয়ে চার গুণ বেশি। কোহলির আয় প্রায় ১০০০ কোটি টাকা। সেখানে জকোভিচ এখনও পর্যন্ত শুধুমাত্র টুর্নামেন্ট জিতে ১৪০০ কোটি টাকা আয় করেছেন। তাহলে বাকি রোজগার কোথা থেকে আসছে? এই রোজগারের পুরোটাই টেনিস কোর্টের বাইরের। অর্থাৎ বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি বাবদ ২৮০০ কোটি টাকা উপার্জন করেছেন করেছেন নোভাক।

রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি ৩৬ বছরের নোভাক জকোভিচ ৯৪টি এটিপি সিঙ্গল খেতাব জিতলেন। তিনি ৩৮৭ সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন। নতুন র‌্যাঙ্কিংয়ে ফের একবার শীর্ষে উঠেছেন। রাফায়েল নাদালের বিরুদ্ধে জকোভিচের রেকর্ড ৩০-২৯। যেখানে ফেডেরারের বিরুদ্ধে ২৭-২৩। নোভাক জোকোভিচ হলেন বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম ৩ বা তার বেশি বার জিতেছেন। বেশি বয়সে ফরাসি ওপেন জেতার টেনিস খেলোয়াড় তিনি। ভেঙে দিয়েছেন নাদালের রেকর্ড। ৩৬ বছর ২০দিন বয়সে খেতাব জিতেছেন নাদাল। এর আগে রাফায়েল নাদাল ৩৬ বছর ২ দিন বয়সে খেতাব জয়ের নজির গড়েছিলেন।