US Open 2023 : ইউএস ওপেনে দারুণ কামব্যাক জকোভিচের, ফিরে পেলেন ১ নম্বর ব়্যাঙ্কিং
কোভিড ভ্যাকসিন নিয়ে টানাপোড়েনের পর চলতি বছরে নিউইয়র্কে ফিরলেন নোভাক। ফ্রান্সের আলেজান্দ্রে মুলারের বিরুদ্ধে তিন সেটের ম্যাচ জিতলেন ৬০-, ৬-২, ৬-২ দাপটের সঙ্গে।
নিউইয়র্ক : প্রত্যাশামতোই শুরু হল ইউএস ওপেন ২০২৩ (US Open 2023)। বছরের শেষ গ্র্যান্ড স্লামের প্রথম দিনে হতাশ করলেন না টুর্নামেন্টের শীর্ষ বাছাইরা। ঘটল না কোনও অঘটন। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম রাউন্ডের বাধা পার করলেন নোভাক জকোভিচ, স্টেফানোস সিসিপাস, ফ্রিৎজ, ইগা স্বোয়াতেক, কোকো গাফ, এলিনা রিবাকিনারা। সম্প্রতি সিনসিনাটি ওপেন জয়ী নোভাক জকোভিচ (Novak Djokovic) দারুণ ছন্দে রয়েছেন। কোভিড ভ্যাকসিন নিয়ে টানাপোড়েনের পর চলতি বছরে নিউইয়র্কে ফিরলেন নোভাক। ফ্রান্সের আলেজান্দ্রে মুলারের বিরুদ্ধে তিন সেটের ম্যাচ জিতলেন ৬০-, ৬-২, ৬-২ দাপটের সঙ্গে। স্কোরলাইনে বোঝা যাচ্ছে কী দুর্দান্ত ফর্ম নিয়ে যুক্তরাষ্ট্র ওপেনে কামব্যাক করেছেন তিনি। সিনসিনাটি ওপেনের ফাইনালে হারিয়ে দিয়েছিলেন ইউএস ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে। এদিন আলেজান্দ্রের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচ জিতেই আলকারাজের কাছ থেকে এক নম্বরের সিংহাসন ছিনিয়ে নিয়েছেন জকোভিচ। আনুষ্ঠানিকভাবে ১১ সেপ্টেম্বর ব়্যাঙ্কিং ঘোষণার মাধ্যমে এক নম্বর টেনিস খেলোয়াড়ের জায়গা ফিরে পাবেন তিনি।
যুক্তরাষ্ট্র ওপেনে মেয়েদের বিভাগে নজরে রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন ইগা স্বোয়াতেক এবং কোকো গাফের দিকে। এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ইগা প্রথম রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন অবাছাই রেবেকা পিটারসনকে। সদ্য মন্ট্রিয়ল এবং সিনসিনাটি ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ইগাকে। পিটারসেনের বিরুদ্ধে ৬-০, ৬-১ ব্যবধানে জিতেছেন তিনি। মন্ট্রিয়ল এবং সিনসিনাটি ওপেনে জোড়া হারের পর ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দাপুটে জয় ইগার। স্থানীয় ফেভারিট কোকো গাফ দ্বিতীয় রাউন্ডে উঠলেন কোয়ালিফায়ার জিতে আসা জার্মান টেনিস খেলোয়াড় লরা সিগমুন্ডের বিরুদ্ধে। ১৭ বছরের কোকো প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন। কোকো গাফের পক্ষে ফাইনাল স্কোর ৩-৬, ৬-২, ৬-২ ।
Keep an eye out for more player impersonations from Novak 😆 pic.twitter.com/eXtsD0dNzt
— US Open Tennis (@usopen) August 29, 2023
কানাডিয়ান খেলোয়াড় মিলোস রাওনিকের বিরুদ্ধে ৬-২, ৬-৩, ৬-৪ সেটে জিতেছে স্টোফানোর সিসিপাস। স্থানীয় ফেভারিটদের মধ্যে দ্বিতীয় রাউন্ডে এগিয়েছেন টেলর ফ্রিৎজ, ফ্রান্সিস টিয়াফো।