AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Peng Shuai: অবশেষে বাখের আমন্ত্রণে ডিনারে গেলেন পেং সুয়াই

প্রভাবশালী চিনা রাজনীতিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনার পর নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন পেং। সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছিল। এই ঘটনার পর তোলপাড় শুরু হয়ে যায়। টেনিস দুনিয়া একজোট হয়ে প্রতিবাদে নামে চিনের বিরুদ্ধে। আন্তর্জাতিক কূটনীতিরও অঙ্গ হয়ে গিয়েছিলেন পেং।

Peng Shuai: অবশেষে বাখের আমন্ত্রণে ডিনারে গেলেন পেং সুয়াই
টেনিস স্টার পেং সুয়াই (Pic Courtesy - Twitter)
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 5:44 PM
Share

বেজিং: অবশেষে পেং সুয়াইয়ের (Peng Shuai) দেখা মিলল। উইন্টার অলিম্পিক উপলক্ষ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিকাংশ সদস্য বেজিংয়ে হাজির। প্রেসিডেন্ট টমাস বাখের (Thomas Bach) সঙ্গে দেখা করেছেন টেনিস তারকা। ওই সৌজন্য সাক্ষাতে বাখের সঙ্গে ছিলেন অ্যাথলিট কমিশনের চেয়ারম্যান ক্রিস্টি কভেন্ট্রিও। গত শনিবার অলিম্পিক ক্লাবে ডিনারে এসেছিলেন পেং। এই সৌজন্য সাক্ষাৎ কিছুটা হলেও চিনের মুখ বাঁচাল। গত কয়েক মাস ধরে পেং সুয়াই ইস্যুতে নানা ভাবে সমালোচনা চলছিল চিনের। শুধু দেখাতেই শেষ নয়, পেং উইন্টার অলিম্পিকের বেশ কিছু ইভেন্ট দেখতেও যাবেন।

প্রভাবশালী চিনা রাজনীতিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনার পর নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন পেং। সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছিল। এই ঘটনার পর তোলপাড় শুরু হয়ে যায়। টেনিস দুনিয়া একজোট হয়ে প্রতিবাদে নামে চিনের বিরুদ্ধে। আন্তর্জাতিক কূটনীতিরও অঙ্গ হয়ে গিয়েছিলেন পেং। ডব্লিউটিএ বা উওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন এই ঘটনার বিরোধীতা করে চিনে যাবতীয় টেনিস বন্ধ করে দিয়েছিল। নোভাক জকোভিচের মতো তারকারাও পাশে দাঁড়িয়েছিলেন পেংয়ের।

আইওসি অনেক আগেই বলেছিল, উইন্টার অলিম্পিকের সময় বাখ দেখা করবেন পেংয়ের সঙ্গে। সেই মতোই এই সাক্ষাৎ। আইওসির তরফে এক বিবৃতি বলা হয়েছে, ‘ডিনারের সময় তিনজন অলিম্পিক নিয়ে তাঁদের অভিজ্ঞতার গল্প করেছেন। পেং সেখানে টোকিও গেমসে যোগ্যতা অর্জন না করতে পারার আক্ষেপ গোপন রাখেননি। কোভিড পর্ব মিটে গেলে ইউরোপ যাওয়ার কথাও বলেছেন। আইওসি প্রেসিডেন্ট তাঁকে লুসেনে অলিম্পিক মিউজিয়াম দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে যেতে রাজি হয়েছেন চিনা টেনিস প্লেয়ার।’

একই সঙ্গে ক্রিস্টির সঙ্গে পেংকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। আইওসির বিবৃতি অনুযায়ী, ‘গত কয়েক মাস ধরে পেংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। এ বার সৌজন্য সাক্ষাৎটাও হয়ে গেল।’

আরও পড়ুন: Peng Shuai: ‘যৌন নিগৃহীত কখনও বলিনি’, পেং সুয়াই বিতর্কে নয়া মোড়

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা