Tokyo Olympics 2020: সিন্ধু, মেরিদের সঙ্গে ভার্চুয়াল আড্ডায় নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রীর ওই ঘরোয়া আড্ডায় আপ্লুত দীপিকা কুমারী, অচন্তা শরথকমলরাও।

Tokyo Olympics 2020: সিন্ধু, মেরিদের সঙ্গে ভার্চুয়াল আড্ডায় নরেন্দ্র মোদী
Tokyo Olympics 2020: সিন্ধু, মেরিদের সঙ্গে ভার্চুয়াল আড্ডায় নরেন্দ্র মোদী (সৌজন্য-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 7:30 PM

কলকাতা: তোমার তো সব পাঞ্চেই সোনা আসে! তোমার পছন্দের পাঞ্চ কী? আইসক্রিম এখনও খাচ্ছো? আর কেউ নন, খোদ প্রধানমন্ত্রীর প্রশ্ন এগুলো। যাঁদের উদ্দেশে করা, তাঁরা আর ক’দিন পর টোকিও গেমসে (Tokyo Games) নামবেন। মেরি কম (Mary Kom), পিভি সিন্ধুরা (PV Sindhu) নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশ্নে শুনে হেসে ফেললেন।

২৩ জুলাই শুরু টোকিও গেমস (Tokyo Games)। করোনা (COVID-19) আতঙ্ক যতই থাকুক, সে সব ভাবনাতেও জায়গা পাচ্ছে না। ১২৬ জনের ভারতীয় টিম পদকের খোঁজে নামবে টোকিওতে। অলিম্পিকের ইতিহাসের দিকে তাকালে, ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সবচেয়ে বেশি পদক এসেছিল দেশের। ৬টা পদক তো বটেই, এ বার দু’অঙ্কেও পৌঁছে যেতে পারে ভারতের অলিম্পিক পদক সংখ্যা। সেটা প্রধানমন্ত্রী জানেন। তাই, ভারতীয় অ্যাথলিটদের তাতাতে ভার্চুয়াল সভা করলেন মোদী। শুনলেন সানিয়া মির্জা, নীরজ চোপড়াদের ‘মন কী বাত’। প্রধানমন্ত্রীর ওই ঘরোয়া আড্ডায় আপ্লুত দীপিকা কুমারী, অচন্তা শরথকমলরাও।

অলিম্পিকে এই প্রথম এত বড় টিম যাচ্ছে ভারতের। টোকিওয় ১৮টা খেলার ৬৯টা ইভেন্টে দেখা যাবে ভারতীয় অ্যাথলিটদের। কোচ, সাপোর্ট স্টাফসহ পুরো টিম ধরলে দুশো ছাড়িয়ে যাবে সংখ্যাটা। অন্যান্য বারের তুলনায় এ বার ভারতীয়দের নিয়ে আগ্রহ অনেক বেশি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল আড্ডায় হাজির ছিলেন দেশের প্রায় সমস্ত অ্যাথলিটই। শুধু তাই নয়, খেলোয়াড়দের পরিবারের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন মোদী। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে যেমন পরামর্শ দিলেন, ‘জানি, তোমার উপর প্রত্যাশার চাপ আছে। সেটা মাথায় রেখো না। তুমি খোলা মনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো।’

টোকিও গেমসের অনেক ইভেন্টে ভারতীয় ছাপ বেশি থাকছে। ফেন্সার ভবানী দেবী, সাঁতারু সজন প্রকাশ, শ্রীহরি নটরাজ তাঁদের ইভেন্টে প্রথমবার দেখা যাবে অলিম্পিকে। ২৩ জুলাই টোকিও গেমসের উদ্বোধনে ভারতের পতাকাবাহক বক্সার মেরি কম ও হকির মনপ্রীত সিং। সমাপ্তিতে বজরং পুনিয়ার হাতে থাকবে তেরঙা।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: ছবিতে দেখুন গেমস ভিলেজের অন্দরমহল