পানাজি: কোরিয়া ওপেন হোক কিংবা ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়ন হতে পারেননি পিভি সিন্ধু (PV Sindhu)। অলিম্পিকে (Olympics) দু’বারের পদকজয়ী শাটলার অবশ্য কাউকেই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখতে নারাজ। কখনও ইয়ামাগুচি, কখনও অ্যানের কাছে থেমে গিয়েছে সিন্ধুর লড়াই। টোকিও অলিম্পিকেও ফাইনালে ওঠা হয়নি ভারতীয় শাটলারের। তবু দৌড় থামাতে নারাজ পিভি সিন্ধু। প্যারিস অলিম্পিকে সোনা জয়ই এখন তাঁর পাখির চোখ। যদিও প্যারিস অলিম্পিক এখনও ২ বছর দেরি। তবে প্রস্তুতিতে কোনও খামতি নেই। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ই সিন্ধুর ব্যাডমিন্টন কেরিয়ারে সাফল্যের কারণ। সামনের দিকে এগিয়ে যাওয়াই পাখির চোখ পিভি সিন্ধুর। বিপক্ষে যেই থাকুক, ভয়ডরহীন ভাবে কোর্টে আগ্রাসন দেখানোই প্রধান লক্ষ্য হায়দরাবাদী শাটলারের। আর সেটাকে হাতিয়ার করেই এগিয়ে যেতে চান তিনি।
এখন গোয়ায় রয়েছেন সিন্ধু। সেখানেই এক সাক্ষাৎকারে ভারতীয় শাটলার বলেন, ‘আমি কাউকেই শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখি না। যে কাউকেই হারানো সম্ভব। এই মুহূর্তে সবাই একই জায়গায় রয়েছে। যে খেলোয়াড়ের ব়্যাঙ্ক অনেক উপরে, তাকে হারানো অসম্ভব এটা ভাবা ভুল। এমনকি যে কোনও ম্যাচ যে সহজ হতে পারে, সেটা ভাবাও ভুল। তাই প্রত্যেক ম্যাচেই নিজের ১০০ শতাংশ দেওয়া উচিত। বিপক্ষে যেই থাকুক না কেন, আমি কখনই বলতে পারি না এ শক্তিশালী আর ও দুর্বল।’
অলিম্পিকের সময় কোভিডের প্রভাব পড়েছিল। সেই সময় পরিস্থিতিও বেশ জটিল হয়ে গিয়েছিল। সিন্ধু সে প্রসঙ্গে বলেন, ‘ওই সময়টা বেশ কঠিন ছিল। অতিমারির কারণে সব কিছু স্থগিত হয়ে গিয়েছিল। অলিম্পিক শুরু হতে তখন ২ মাস বাকি ছিল। এই মুহূর্তটার জন্য আমরা ৪ বছর অপেক্ষা করে থাকি। এমনকি অলিম্পিকের সময় টোকিও পৌঁছেও আমরা ভালো অবস্থায় ছিলাম না। রোজই কোভিড পরীক্ষা হত। ধরুন, কেউ সেমিফাইনালে উঠল আর কোভিড পজিটিভ হল। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। ভাগ্য ভালো যে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরতে পেরেছি।’ কোভিডের কারণে মাঝের ওই সময়ে অলিম্পিকের জন্য অনেক পরিশ্রমও করতেন সিন্ধু। বাড়তি অনুশীলন করতেন। আর তাতে তাঁর খেলাতেও অনেক উন্নতি হয়েছে। এমনটাই জানান ভারতীয় শাটলার।
আরও পড়ুন: Tournament of Champions: সেমিফাইনালে উঠে চমকে দিলেন বাংলার স্কোয়াশ প্লেয়ার সৌরভ ঘোষাল