AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুরন্ত নাদাল

টুর্নামেন্টের শেষ আটে জায়গা পাকা করলেন নাদাল।

Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুরন্ত নাদাল
Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুরন্ত নাদাল
| Edited By: | Updated on: Jan 23, 2022 | 2:39 PM
Share

মেলবোর্ন: রড লেভার এরিনায় দুরন্ত ছন্দে এগিয়ে চলেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল (Rafael Nadal)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) শেষ ১৬-র লড়াইয়ে আদ্রিয়ান মান্নারিনোকে (Adrian Mannarino) হারালেন রাফা। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই নাদাল ফ্রান্সের টেনিস তারকা মান্নারিনোকে হারান ৭-৬ (১৬-১৪), ৬-২, ৬-২ ব্যবধানে। ২ ঘণ্টা ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ আটের জায়গা পাকা করলেন রাফা। কোয়ার্টার ফাইনালে ডেনিস শাপোভালভের (Denis Shapovalov) বিরুদ্ধে নামবেন নাদাল।

এই নিয়ে কেরিয়ারে অস্ট্রেলিয়ান ওপেনের ১৪তম কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নাদাল। তবে প্রিকোয়ার্টারের লড়াইয়ের শুরুটা খুব একটা সহজ ছিল না। প্রথম সেটই গড়ায় টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। রাফা-মান্নারিনো দু’জনই তিনটি করে সেট পয়েন্ট বাঁচান। তবে ৮১ মিনিট ধরে চলা প্রথম সেটে শেষ অবধি হাসি ফোটে ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী রাফার মুখে। দ্বিতীয় সেটে দাপট দেখিয়ে জেতেন রাফা। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মান্নারিনো। কিন্তু নাদাল আর কোনও ভুল করেননি।

ম্যাচের শেষে রাফা বলেন, “আমি টাইব্রেকারের শেষে কিছুটা ভাগ্যবান ছিলাম। আমার সুযোগ তো ছিলই তবে, ওরও অনেক সুযোগ ছিল।”

টুর্নামেন্টের তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভকে ৬-৩, ৭-৬, ৬-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেছেন ডেনিস শাপোভালভ। ২৫ জানুয়ারি কোয়ার্টার ফাইনালের ম্যাচে তিনি মুখোমুখি হবেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদালের।