Rafael Nadal: চব্বিশেই কি রাফায়েল নাদালের কেরিয়ার শেষ?
আগামী বছরেই কি টেনিস সুপারস্টার রাফায়েল নাদালের (Rafael Nadal) কেরিয়ার শেষ? চোট বিপর্যস্ত রাফা গত কয়েক মরসুম ছন্দে নেই। চোটের কারণে কোর্ট থেকে ছিটকে গিয়েছেন বারবার। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) শেষ বার দেখা গিয়েছিল রাফায়েল নাদালকে। হিপ ইনজুরির কারণে এ বছর আর কোনও টুর্নামেন্টে খেলা হয়নি নাদালের।

মাদ্রিদ: আগামী বছরেই কি রাফায়েল নাদালের (Rafael Nadal) কেরিয়ার শেষ? চোট বিপর্যস্ত রাফা গত কয়েক মরসুম ছন্দে নেই। চোটের কারণে কোর্ট থেকে ছিটকে গিয়েছেন বারবার। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) শেষ বার দেখা গিয়েছিল রাফায়েল নাদালকে। হিপ ইনজুরির কারণে এ বছর আর কোনও টুর্নামেন্টে খেলা হয়নি নাদালের। তাঁর অস্ত্রোপচার হয়েছিল। দীর্ঘদিন রিহ্যাব করছেন তিনি। এখন আগের থেকে অনেকটাই সুস্থ রাফা। তার মধ্য়েই রাফার কাকা টনি নাদাল বলছেন, ‘আগামী মরসুম রাফার কাছে গুরুত্বপূর্ণ। ও নিজের সেরাটা দিতে চায়। হয়তো আগামী মরসুমই ওর কেরিয়ারের শেষ বছর।’ আর কী কী বললেন রাফার কাকা টনি নাদাল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
হিপ ইনজুরি সারিয়ে আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন রাফায়েল নাদাল। তাঁর কাকা, ২০১৭ সাল থেকে যিনি রাফার কোচ, সেই টনি নাদাল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নাদাল আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনে প্রবলভাবে খেলতে চান। টনি বলেছেন, ‘ও আগের থেকে অনেকটা ভালো রয়েছে। আমি গত কয়েকদিন ওকে অনুশীলন করতেও দেখেছি। অনুশীলনেও ওকে সাবলীল দেখিয়েছে। ও কয়েক সপ্তাহ আগেও আমার ছেলেকে বলেছে আগামী বছরটার অপেক্ষায় রয়েছে। আমার মনে হয় ২০২৪ সালটা ও নিজের খেলারা আরও একবার উপভোগ করতে চায়। আর তারপর মনে হয় ও অবসর নিয়ে নেবে।’
“Nothing has changed in the last few weeks except for the fact that I’m training a bit more than before. I’m in less pain than I used to be, but I’m still in pain. (…) Things would be different if I had zero pain. I could give you a date for my return.”
Rafael Nadal pic.twitter.com/FrLs1JSbA5
— We Are Tennis (@WeAreTennis) October 21, 2023
টেনিস কোর্ট থেকে দীর্ঘদিন রাফা দূরে। এই সময় স্পেনের তরুণ টেনিস প্লেয়ার কার্লোস আলকারাজ নিজের ছাপ রেখেছেন। জকোভিচ আরও এগিয়ে গিয়েছেন। রাফার কাকা টনি নাদার এরই মাঝে মজা করে বলেছেন, হঠাৎ যদি কার্লোস আলকারাজ, নোভাক জকোভিচ বা দানিল মেদভেদেভরা চোট পেয়ে যায় তা হলে এমনটা হতেই পারে রাফা অনেক ভালো খেলতেও পারে।





