রাজনাথ সিং ও তাঁর ছেলে।
ছবি: টুইটার
নয়াদিল্লি: বিশ্বের বিত্তশালী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের (BCCI) সর্বেসর্বা অমিত শাহ-র ছেলে জয় শাহ (Jay Shah)। তিনি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। এ বার দেশের প্রভাবশালী, অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্ট পদে লড়তে চলেছেন রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং (Pankaj Singh)। এমনই খবর সূত্রের। দেশের অলিম্পিক সংস্থাকে নির্বাচন করতে চেয়ে নির্দেশ পাঠিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। জানুয়ারির মধ্যেই নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পদে আছেন নারিন্দর বাত্রা (Narinder Batra)। ২০১৭ সালে তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। এ বার তাঁর সামনে কঠিন লড়াই। রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ প্রেসিডেন্ট পদে লড়লে লড়াইটা অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে বাত্রার সামনে। সেক্ষেত্রে নিজের ঘর বাঁচানো অনেকটাই কঠিন হতে পারে বলে ধারণা দেশের ক্রীড়ামহলের। দেশের ফেন্সিং সংস্থার (FAI) প্রেসিডেন্ট পদে আছেন পঙ্কজ সিং।
৪২ বছরের পঙ্কজ সিং উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক। গত আগস্টেই ফেন্সিং বডির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর ছেলে। অলিম্পিক সংস্থার সচিব রাজীব মেহতা আর নির্বাচনে লড়তে পারবেন না। টানা ৩টে টার্মে সচিব থাকায় এ বারে তাঁকে চার বছরের জন্য কুলিং অফে যেতে হবে। সূত্রের খবর, পঙ্কজকে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য দুই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই প্রস্তাব দেন রাজীব মেহতাই।
এমনিতেই নড়বড়ে জায়গায় রয়েছেন নারিন্দর বাত্রা। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আইনজীবী রাহুল মেহরা। অলিম্পিক সংস্থার নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনে মামলা করেছিলেন তিনি। রাহুল মেহরার আবেদনে সাড়া দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি আদালত।