AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WIMBLEDON: সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন কোয়ার্টারে ফেড এক্সপ্রেস

  এর আগে প্রায় ৪০ বছর বয়সে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে ওঠার নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার কেন রোজওয়াল। তবে দিনের হিসেবে তিনি ফেডেরারের থেকে ছোট ছিলেন। এই রোজওয়ালই পরের বছর সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে খেলার নজির গড়েছিলেন।

WIMBLEDON: সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন কোয়ার্টারে ফেড এক্সপ্রেস
৪০ বছরেও উইম্বলডনে পুরনো মেজাজে রজার
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 5:58 AM
Share

লন্ডনঃ গত বছর থেকেই চোট ভুগিয়ে চলেছে। অস্ত্রোপচারের পর সময় নিয়েছে কোর্টে ফেরার। আর ভালবাসার উইম্বলডনে(WIMBLEDON) ফিরেই একেবারে পুরনো মেজাজে রজার ফেডেরার। কোয়ার্টার ফাইনালে(QUARTER FINAL) পৌঁছানোর পর নতুন কীর্তি গড়লেন রজার(ROGER FEDERER)। ১৯৬৮ সাল থেকে উইম্বলডন OPEN ERA-য় সবচেয়ে বেশি বয়সে(OLDEST TENNIS PLAYER) কোয়ার্টার ফাইনালে ওঠার নজির গড়লেন সুইস টেনিস সুপারস্টার। ৩৯ বছর ৩৩২দিন বয়সে উইম্বলডনের কোয়ার্টারে রজার।

এর আগে প্রায় ৪০ বছর বয়সে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে ওঠার নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার কেন রোজওয়াল। তবে দিনের হিসেবে তিনি ফেডেরারের থেকে ছোট ছিলেন। এই রোজওয়ালই পরের বছর সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে খেলার নজির গড়েছিলেন।

সোমবার ইতালির লরেঞ্জোর সোনেগোর বিরুদ্ধে ৭-৫, ৬-৪,৬-২ সেটে ম্যাচ জিতে শেষ আটে পৌঁছলেন রজার। এই নিয়ে ১৮বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরার। ম্যাচের ফলাফলেই স্পষ্ট প্রথম সেটের পর দ্বিতীয় ও তৃতীয় সেটে প্রতিপক্ষ কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ‘বুড়ো’ রজারের বিরুদ্ধে। তবে কোয়ার্টার ফাইনালে রজারের প্রতিপক্ষ কে হবেন তা এখনও ঠিক হয়নি। মেদভেদেভ বনাম হারকাজের ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এখনও রজারের কোয়ার্টার প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।

পরিসংখ্যান বলছে এই নিয়ে ৫৮ বার গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রজার। তবে চোট কাটিয়ে এবার কতদূর পৌঁছবেন নিজের প্রিয় টুর্নামেন্টে, তার দিকে তাকিয়ে তাঁর ভক্তরা। আগামি মাসের ৮ তারিখ ৪০ পূর্ণ করবেন রজার। তার আগে কি এই উইম্বলডনকে স্মরণীয় করে রাখতে পারবেন সুইস টেনিস সুপারস্টার?

অন্য়দিকে আরেক প্রিকোয়ার্টার ফাইনালে চিলির ক্রিশ্চিয়ান গ্যারিনের বিরুদ্ধে সহজ জয় পেয়ে শেষ আটে আরেক সুপারস্টার নোভাক জকোভিচ।ফরাসি ওপেন চ্যাম্পিয়ন এদিন ম্যাচ জেতেন ৬-২, ৬-৪, ৬-২ সেটে। কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।