মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নামার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। অস্ত্রোপচারের পর তাঁর রিহ্যাব এখনও চলছে। কিন্তু অবসর নেবেন, তেমন সম্ভাবনাও নেই। বরং রজার ফেডেরারকে (Roger Federer) নিয়ে তাঁর কোচ ইভান লুবিসিচ আশার কথাই শোনাচ্ছেন।
২০টা গ্র্যান্ড স্লামের মালিক কোর্টে ফেরার জন্য মুখিয়ে আছেন। গত মরসুমে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর আর কোর্টে দেখা যায়নি ফেডেক্সকে। তখন থেকেই বলা হচ্ছিল, ৪০ বছরের টেনিস প্লেয়ারকে আগের ফর্মে দেখতে পাওয়া মুশকিল। তবে চোট সারিয়ে কোর্টে ফেরা সম্ভব। ডান হাঁটুতে দু-দু’অস্ত্রোপচার হয়েছে তাঁর। তার পর থেকে পুরোপুরি ফিট হওয়ার লড়াই-ই চালাচ্ছেন তিনি।
ফেডেরারকে নিয়ে তাঁর কোচ লুবিসিচ কোনও ধোঁয়াশা রাখতে চাননি। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মনে হয় না অস্ট্রেলিয়ান ওপেনে রজার খেলতে পারবে। ওর এখন যা পরিস্থিতি, তাতে সম্ভাবনা খুবই ক্ষীণ বলা যায়। ও এখনও ফিট হওয়ার চেষ্টা করছে। কোনও টুর্নামেন্টে টুর্নামেন্টে নেমে ও চ্যাম্পিয়ন হতে পারবে, সেই ব্যাপারে নিশ্চিত হলে তবেই ও খেলবে। আর তাই ধাপে ধাপে এগোতে চাইছে।’
অস্ত্রোপচারের পর ফেডেরারকে নিয়ে বারবার একটা কথা উঠছে, চল্লিশে পা দেওয়া সুইশ তারকাকে কি আবার পুরনো ছন্দে দেখা যাবে? লুবিসিচ তার উত্তর দিচ্ছেন, ‘এটা ভুলে গেলে চলবে না যে, ওর বয়স ৪০। আর তাই ওকে ধৈর্যশীল হতে হবে। অল্প বয়সে ও যত তাড়াতাড়ি ওর চোট থেকে বেরিয়ে আসতে পারত, সেটা এখন সম্ভব হবে না। সেটা ও বোঝেও। আর তাই কোনও ঝুঁকি নিতে নারাজ।’
আর যাই হোক না কেন, ফেডেরার কোনও ভাবেই অবসর নেওয়ার কথা ভাবছেন না। লুবিসিচ যে গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, ‘অবসর নিয়ে ফেডেরারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফেডেরার কোনও ভাবে অবসর নেওয়ার কথা ভাবছে না। বরং ও টেনিস কোর্টে ফেরার জন্য ছটফট করছে।’
আরও পড়ুন: World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা পর্বে মুখোমুখি মেসি-নেইমার