Miami Open: শীর্ষ বাছাইকে হারিয়ে শেষ আটে বোপান্না-শাপোভালোভ জুটি
বেশ ভালো ছন্দেই রয়েছেন রোহন বোপান্না। মিয়ামি ওপেনেও সেই ধারা বজায় রেখেছেন। কানাডার শাপোভালোভকে সঙ্গে নিয়ে জুটি বেঁধে অনায়াসেই জিতে যান এদিন। খেলার ফল ৬-৩, ৭-৬। শেষ আটে বোপান্না-শাপোভালোভ জুটির প্রতিপক্ষ টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই ওয়েসলি কুলহফ-নিল স্কুপ্সকি জুটি।

মিয়ামি: কানাডার ডেনিস শাপোভালোভকে সঙ্গে নিয়ে মিয়ামি ওপেনে জুটি বেঁধেছেন রোহন বোপান্না (Rohan Bopanna)। টুর্নামেন্টের শীর্ষ বাছাই জুটিকে হারিয়ে মিয়ামি ওপেনের শেষ আটে পৌঁছে গেল রোহন বোপান্না আর ডেনিস শাপোভালোভ। স্ট্রেট সেটে হারিয়ে দিলেন নিকোলা মেকতিচ-মেট পাভিচ জুটিকে। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। প্রথম সেটে সহজেই প্রতিপক্ষকে হারিয়ে দেয় ইন্দো-কানাডিয়ান জুটি। সম্প্রতি অ্যাডিলেড ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন রোহন বোপান্না। সেখানে তাঁর সঙ্গী ছিলেন রামকুমার রামানাথন। অ্যাডিলেডে ডডিজ- মার্সেলো মেলো জুটির মত বিশ্বের অন্যতম সেরা টেনিস জুটির মুখোমুখি হয়েছিল বোপান্না-রামানাথন জুটি। শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে জবরদস্ত লড়াই চালিয়েছিলেন বোপান্না-রামানাথন। শীর্ষবাছাই জুটিকে একেবারে স্ট্রেট সেটে উড়িয়ে ভারতীয় টেনিসে নতুন ইতিহাস রচনা করেছিল এই নবীনতম জুটি। বোপান্না-রামানাথনদের পক্ষে খেলার ফল ছিল ৭-৬ (৬), ৬-১। এরপর ডেভিস কাপেও ড্যানিশ জুটিকে উড়িয়ে দেন বোপান্না-রামকুমার।
বেশ ভালো ছন্দেই রয়েছেন রোহন বোপান্না। মিয়ামি ওপেনেও সেই ধারা বজায় রেখেছেন। কানাডার শাপোভালোভকে সঙ্গে নিয়ে জুটি বেঁধে অনায়াসেই জিতে যান এদিন। খেলার ফল ৬-৩, ৭-৬। শেষ আটে বোপান্না-শাপোভালোভ জুটির প্রতিপক্ষ টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই ওয়েসলি কুলহফ-নিল স্কুপ্সকি জুটি। ডাচ-ব্রিটিশ জুটিকে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবেন রোহন বোপান্না আর ডেনিস শাপোভালোভ।
কুলহফ-স্কুপ্সকি জুটি দ্বিতীয় রাউন্ডে পেড্রো মার্টিনেজ আর লরেঞ্জো সোনেগো জুটি স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে পৌঁছেছিয়েন। সেখানে খেলার ফল ৬-৩, ৭-৬। এর আগে বোপান্না-শাপোভালোভ জুটি হারান ডাচ জুটিকে।
আরও পড়ুন: IPL 2022: নাতাশা থেকে জুলিয়া, আইপিএলে নজর কাড়বেন গুজরাত টাইটান্সের ক্রিকেটারদের সুন্দরী স্ত্রীরা
