Rohan Bopanna: আবারও ফাইনালে স্বপ্নভঙ্গ, গ্র্যান্ড স্লাম থেকে দূরেই বোপান্না
US Open-Men's Doubles: অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে নিয়ে স্বপ্নের দৌড়ে ছিলেন বোপান্না। ডাবলসের ফাইনালেও জায়গা করে নেন। দু-বার গ্র্যান্ড স্লাম ফাইনাল। টুর্নামেন্ট এবং ফল একই। ৪৩ বছরের রোহন বোপান্নার এ বারও গ্র্যান্ড স্লাম ছোঁয়া হল না। ফাইনালে রাজীব রাম-জো সলসবারি জুটির কাছে হার বোপান্না-এবডেন জুটির।

নিউ ইয়র্ক: এক যুগ পর ফিরে এসেছিল সুযোগ। যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠেছিলেন রোহন বোপান্না। ২০১১ সালে শেষ বার পুরুষদের ডাবলস ফাইনালে উঠেছিলেন। সে বার তাঁর ডাবলস পার্টনার ছিলেন পাকিস্তান আইসাম উল হক কুরেশি। এ বার অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে নিয়ে স্বপ্নের দৌড়ে ছিলেন বোপান্না। ডাবলসের ফাইনালেও জায়গা করে নেন। দু-বার গ্র্যান্ড স্লাম ফাইনাল। টুর্নামেন্ট এবং ফল একই। ৪৩ বছরের রোহন বোপান্নার এ বারও গ্র্য়ান্ড স্লাম ছোঁয়া হল না। ফাইনালে রাজীব রাম-জো সলসবারি জুটির কাছে হার বোপান্না-এবডেন জুটির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠার নজির গড়েছিলেন রোহন বোপান্না। টেনিসের দীর্ঘ কেরিয়ারে বেশ কয়েক বার পুরুষদের ডাবলস সেমিফাইনালে উঠেছেন। ফাইনাল মাত্র দু-বার। এ বার যে ছন্দে ছিলেন, তাতে প্রত্যাশা ছিল স্বপ্ন পূরণের। সেমিফাইনালে স্ট্রেট সেটে জেতার পর প্রত্যাশা আরও বাড়ে। ফাইনালে রাজীব রাম-জো সলসবারি জুটির বিরুদ্ধে শুরুতেই হোঁচট। প্রথম সেটে ২-৬ ব্যবধানে হার। দ্বিতীয় সেটে অনবদ্য প্রত্যাবর্তন। বোপান্নাদের পক্ষে ফল ৬-৩। ম্যাচ গড়ায় থার্ড সেটে। তিন সেটের ধকল নেওয়া সহজ নয়। ম্যাচ নির্ণায়ক তৃতীয় সেটে ৪-৬ ব্যবধানে হার।
ভারতীয় পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি গ্র্যান্ড স্লাম জিততে পেরেছেন। এই তালিকায় নাম থাকতে পারত রোহন বোপান্নারও। অল্পের জন্য হল না। তাঁর যেমন স্বপ্নভঙ্গ, তেমনই ভারতীয় টেনিস প্রেমীদেরও।





