Asian Games 2023: এশিয়ান গেমসে উসুতে সোনার স্বপ্ন দেখাচ্ছেন রোশিবিনা দেবী
Wushu: চলতি এশিয়ান গেমসে উসুতে এ বার ভারতকে সোনার স্বপ্ন দেখাচ্ছেন মণিপুরের রোশিবিনা দেবী নাওরেম (Roshibina Devi Naorem)। উসুতে মেয়েদের ৬০ কেজি সান্দা বিভাগের ফাইনালে পৌঁছেছেন রোশিবিনা দেবী। আগামিকাল, ২৮ সেপ্টেম্বর মেয়েদের ৬০ কেজি সান্দা বিভাগের ফাইনাল।
হানঝাউ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) শুটিং, ক্রিকেট, ইকুয়েস্ট্রিয়ানে সোনা এসেছে ভারতে। এ বার হানঝাউ উসুতেও (Wushu) আসতে পারে সোনার পদক। চলতি এশিয়ান গেমসে উসুতে এ বার ভারতকে সোনার স্বপ্ন দেখাচ্ছেন মণিপুরের রোশিবিনা দেবী নাওরেম (Roshibina Devi Naorem)। উসুতে মেয়েদের ৬০ কেজি সান্দা বিভাগের ফাইনালে পৌঁছেছেন রোশিবিনা দেবী। আগামিকাল, ২৮ সেপ্টেম্বর মেয়েদের ৬০ কেজি সান্দা বিভাগের ফাইনাল। সেখানে উসুতে ভারতকে সোনার পদক এনে দেওয়ার জন্য লড়বেন রোশিবিনা দেবী। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ, বুধবার এশিয়ান গেমসে মেয়েদের ৬০কেজি উসুতে সান্দা বিভাগের সেমিফাইনালে নেমেছিলেন মণিপুরের উসু প্লেয়ার রোশিবিনা দেবী। তিনি সেমিফাইনালে ওঠায় উসু থেকে ভারতের পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। সেমিফাইনালের বাউটে রোশিবিনা দেবী ভিয়েতনামের থি থু থুই এনউগেনকে ২-০ ব্যবধানে হারিয়েছেন। মাত্র ২ রাউন্ডেই এই বাউট শেষ হয়ে যায়। আগ্রাসী রোশিবিনা দেবীর সামনে কার্যত দাঁড়াতেই পারেননি ভিয়েতনামের থি থু থুই। মাত্র ২ মিনিট করে ২টি রাউন্ডের খেলা হয়। দাপট দেখিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়লেন রোশিবিনা দেবী।
Exciting news from #Wushu at #AsianGames2022
🇮🇳’s Naorem Roshibina Devi secures a spot in the Women’s Sanda final, defeating Vietnam’s Nguyen
The Gold🥇 medal showdown awaits her tomorrow 🥳
Congratulations champ & all the very best for tomorrow💪🏻#Cheer4India#HallaBol… pic.twitter.com/AjfWznwOHN
— SAI Media (@Media_SAI) September 27, 2023
২০১৮ সালে জার্কাতায় হওয়া এশিয়ান গেমসে রশিবিনা দেবী মেয়েদের ৬০ কেজি বিভাগে উসুতে সান্দায় ব্রোঞ্জ পেয়েছিলেন। বৃহস্পতিবারের (২৮ সেপ্টেম্বর) ফাইনালে চিনের উ জিয়াওইয়ের বিরুদ্ধে নামবেন ভারতের রোশিবিনা দেবী। তাঁর রুপো নিশ্চিত। কিন্তু সোনার স্বপ্নই দেখছেন রোশিবিনা দেবী। এশিয়ান গেমসে উসুতে এর আগে ৭টি পদক এসেছে ভারতে। কিন্তু এশিয়াডে উসু থেকে একটিও সোনা আসেনি ভারতে। উসু ইভেন্টের ফাইনালে অংশ নেওয়া শেষ ভারতীয় ছিলেন সন্ধ্যারানি দেবী ওয়াংখেম। তিনি ২০১০ সালে গুয়াংজুতে মহিলাদের ৬০ কেজি সান্দা ইভেন্টের ফাইনালে ইরানের আজাদপুর খাদিজের কাছে হেরেছিলেন। এ বার দেখার এই ইভেন্ট থেকে ভারতে সোনা আসে কিনা।