India Open: হেরে ছিটকে গেলেন সাইনা, শেষ আটে সিন্ধু

৩১ বছরের সাইনা নেওয়ালের ফিটনেস নিউ উঠছে প্রশ্ন। তবে সাইনা হারলেও অন্য ম্যাচে জিতেছেন পিভি সিন্ধু (PV Sindhu) আর অস্মিতা চালিহা (Ashmita Chaliha)।

India Open: হেরে ছিটকে গেলেন সাইনা, শেষ আটে সিন্ধু
India Open: হেরে ছিটকে গেলেন সাইনা, শেষ আটে সিন্ধু

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 13, 2022 | 6:24 PM

নয়াদিল্লি: ইন্ডিয়ান ওপেন (India Open) থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। অনামী মালবিকা বাসোঁড়ের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় ফাইনাল। মাত্র ৩৫ মিনিটে অনামী মালবিকার কাছে হার স্বীকার করলেন হায়দ্রাবাদী শাটলার। খেলার ফল ১৭-২১, ৯-২১। চোট সারিয়ে দীর্ঘ দিন বাদে কোর্টে ফিরেছিলেন সাইনা। প্রথম রাউন্ডের বাধা টপকে গেলেও, দ্বিতীয় রাউন্ডে হেরেই ইন্ডিয়ান ওপেন থেকে বিদায় নিলেন তিনি। দীর্ঘদিন ফর্মের মধ্যে নেই হায়দ্রাবাদের এই শাটলার। ৩১ বছরের সাইনা নেওয়ালের ফিটনেস নিয়েও উঠছে প্রশ্ন। তবে সাইনা হারলেও অন্য ম্যাচে জিতেছেন পিভি সিন্ধু (PV Sindhu) আর অস্মিতা চালিহা।

ইরা শর্মাকে স্ট্রেট সেটে উড়িয়ে শেষ আটে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। খেলার ফল ২১-১০, ২১-১০। প্রথম থেকেই দুরন্ত ফর্মে সিন্ধু। অলিম্পিকে দুবারের পদকজয়ী শাটলার অনবদ্য ছন্দে রয়েছেন। ইন্ডিয়ান ওপেনে ইরা শর্মাকে হারাতে সময় নেন মাত্র ৩০ মিনিট। প্রথম গেম জিততে সময় নেন ১৩ মিনিট।

সিন্ধু ছাড়াও শেষ আটে পৌঁছন অস্মিতা চালিহা। স্ট্রেট সেটে বিপক্ষকে উড়িয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন অস্মিতা। এদিকে টুর্নামেন্টে করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সাতজন খেলোয়াড় কোভিড পজিটিভ। সেই তালিকায় রয়েছেন কিদম্বী শ্রীকান্ত, অশ্বিনী পোনাপ্পাসহ আরও অনেকে।

আরও পড়ুন: India Open: শ্রীকান্ত সহ আক্রান্ত ৭ ভারতীয়, চাপে ইন্ডিয়ান ওপেন