টিউনিস: তিন বছর পর এই প্রথম জুটি বেঁধে নেমেছিলেন দু’জন। আর তাঁরা কিনা প্রথম খেতাব জিতে ফেললেন বিশ্ব টেবল টেনিস। গনশেকরন সাতিয়ান (Gnanasekaran Sathiyan) আর হরমিত দেশাইয়ের (Harmeet Desai ) সাফল্য বেশ চমকে দিয়েছে ভারতীয় টিটিমহলকে। এই জুটিকে ঘিরে ভবিষ্যতের প্রত্যাশাও তৈরি হচ্ছে। সাতিয়ান (Gnanasekaran Sathiyan)-হরমিতও (Harmeet Desai ) চাইছেন কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, অলিম্পিকে জুটিতেই খেতাব জিততে।
ফাইনালে ফ্রান্সের জুটি এমানুয়েল লেবেসন ও আলেজান্দার কাসিনকে ৩-১ হারিয়েছেন ভারতীয় জুটি। তিন বছর আগে সিডব্লিউজিতে শেষবার নেমেছিলেন দু’জন। খেতাবও জিতেছিলেন। কিন্তু তারপর যে যার মতো অন্য পার্টনারকে নিয়েই খেলেছেন। হরমিত ছিলেন অচন্তা শরথকমলের পার্টনার। কিন্তু সেই অর্থে বড় সাফল্য আসেনি।
টিউনিসে খেতাব জেতার পর উচ্ছ্বসিত সাতিয়ান বলেছেন, ‘এই তিন বছরে হরমিত সাধারণত শরথকমলের পার্টনার ছিল। আমার মনে হত, আমি আর হরমিত যদি একসঙ্গে খেলি, তা হলে খেতাব জেতার সম্ভাবনা বাড়তে পারে। একই সঙ্গে ভবিষ্যতের কথা ভেবেও ওর সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলাম।’
বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে রয়েছেন সাতিয়ান। আর ৭৩-এ হরমিত। ২০০১ সালে দুই বন্ধুর আলাপ জাতীয় টুর্নামেন্ট। তারপর থেকে দু’জন প্রায় নিয়মিত ভারতীয় টিমে খেলেছেন। ফলে দু’জনের রসায়নটা বরাবরই ছিল। যা এখন টিটি বোর্ডেও কাজে লাগছে। সাতিয়ান বলেছেন, ‘হরমিত আর আমি দীর্ঘ দিনের বন্ধু। কোর্টের বাইরে আমাদের সম্পর্কটা খুবই ভালো। একে অপরের সম্পর্কে ভালো করেই জানি। কোথায় কার শক্তি, কোথায় দুর্বলতা, এটাও জানা আছে। সেই সঙ্গে একে অপরকে অগাধ বিশ্বাসও করি।’
সেমিফাইনালে বিশ্বের সাত নম্বর জুটি হাঙ্গেরির নান্দোর একসেকি, অ্যাডাম সুদির বিরুদ্ধে খেলতে হয়েছিল সাতিয়ান-হরমিতকে। টিমওয়ার্ক কাজে লেগেছিল ওঁদের। বিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে কঠিন ম্যাচটা জিতেছিলেন ভারতীয় জুটি। ফাইনালেও ফরাসি জুটি কম ভয়ঙ্কর ছিল না।
হরমিত বলেছেন, ‘ফরাসি জুটির বিরুদ্ধে আমরা শুরু থেকে আগ্রাসী খেলার চেষ্টা করেছিলাম। সেই সঙ্গে বোর্ডের কাছ থেকে খেলেছি। আমি আক্রমণে গেলে ও আমাকে ফলো করেছে। ও আক্রমণে গেলে আমি ফলো করেছি। আর সেই কারণেই ফাইনালটা জিততে কোনও সমস্যা হয়নি।’ সাতিয়ান আবার জুড়েছেন, ‘এতদিন বিপক্ষ টিমগুলো জানত, হরমিত আর শরথই জুটি বেঁধে খেলবে। এই সাফল্য কিন্তু ওদের যাবতীয় পরিকল্পনা এ বার থেকে ঘেঁটে দেবে।’
আরও পড়ুন: T20 World Cup 2021: বিরাটদের হারের কাটাছেঁড়ায় অজানা দিক তুলে ধরছেন প্রাক্তনরা