কলকাতা: ৯ বছর পর শহরে জাতীয় আর্চারি (Archery) শিবির। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিনিয়রদের ক্যাম্প। চলবে ৩১ মার্চ পর্যন্ত। ২০১২ লন্ডন অলিম্পিকের ঠিক আগে কলকাতায় তিরন্দাজির শিবির হয়েছিল। প্রায় এক দশক সময় পেরিয়ে গেলেও শহরে আর আর্চারি শিবির হয়নি। কলকাতার সাইয়ে আয়োজিত হবে এই শিবির।
কলকাতা জাতীয় শিবির চলাকালীন এশিয়ান গেমসের (Asian Games) বাছাই পর্বও চলবে। ৭ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে সেই সিলেকশন ট্রায়াল। ১০ সেপ্টেম্বর থেকে হাংঝৌতে শুরু এশিয়ান গেমস। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর জাতীয় মিট অনুষ্ঠিত হবে জম্মু ও কাশ্মীরে। ৪১তম জাতীয় তিরন্দাজি মিট শুরু ১৮ মার্চ থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত।
আর্চারি অ্যাসোসিয়েশনের (Archery Association) তরফ থেকে বলা হয়, ৩ দফায় এশিয়ান গেমসের ট্রায়াল চলবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে জুন ও জুলাইয়ে। এপ্রিলের ১৮ থেকে ২৪ তারিখ স্টেজ ওয়ান আর্চারি বিশ্বকাপ রয়েছে।
দ্রোনাচার্য সম্মানপ্রাপ্ত আর্চারি অ্যাসোসিয়েশনের ডিরেক্টর সঞ্জীবা সিং বলেন, ‘আমরা ঠিক করেছি কলকাতায় রিকার্ভ বিভাগের শিবির এবং সোনেপাতে কম্পাউন্ড আর্চারদের শিবির আয়োজিত হবে।’ এ দিকে বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপের আগে দুবাইয়ে প্যারা আর্চারদের বিশেষ শিবির আয়োজিত হবে। ফেব্রুয়ারির ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলবে সেই শিবির। মার্চের ২০ থেকে ২৯ তারিখ ব্যাংককে প্যারা এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এরই পাশাপাশি ফেব্রুয়ারির ১৫ থেকে ২২ তারিখ পর্যন্ত জুনিয়র আর্চাররা অনুশীলন করবে সুইত্জারল্যান্ডে।
আরও পড়ুন: Neeraj Chopra: ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত নীরজের কোচ বার্তোনিয়েত্জ