AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neeraj Chopra: ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত নীরজের কোচ বার্তোনিয়েত্‍জ

টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আগে নীরজ চোপড়ার কোচ হিসেবে নিযুক্ত হন ক্লস বার্তোনিয়েত্‍জ। আর তারপরই তৈরি হয় ইতিহাস। টোকিও অলিম্পিকে সোনা জেতেন নীরজ। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জেতেন নীরজ চোপড়া। সোনার ছেলে নিজেও চেয়েছিলেন জার্মানির বায়ো-মেকানিক্যাল এক্সপার্টের সঙ্গে অনুশীলন চালিয়ে যেতে।

Neeraj Chopra: ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত নীরজের কোচ বার্তোনিয়েত্‍জ
নীরজ চোপড়া ও ক্লস বার্তোনিয়েত্‍জ। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 7:40 PM
Share

নয়াদিল্লি: মেয়াদ বাড়ল নীরজ চোপড়ার (Neeraj Chopra) কোচের। প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) পর্যন্ত রেখে দেওয়া হল জার্মান কোচ ক্লস বার্তোনিয়েত্‍জকে (Klaus Bartonietz)। আজই তাঁর চুক্তির মেয়াদ বাড়াল ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন (Athletics Federation)।

টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আগে নীরজ চোপড়ার কোচ হিসেবে নিযুক্ত হন ক্লস বার্তোনিয়েত্‍জ। আর তারপরই তৈরি হয় ইতিহাস। টোকিও অলিম্পিকে সোনা জেতেন নীরজ। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জেতেন নীরজ চোপড়া। সোনার ছেলে নিজেও চেয়েছিলেন জার্মানির বায়ো-মেকানিক্যাল এক্সপার্টের সঙ্গে অনুশীলন চালিয়ে যেতে। নীরজের সেই ইচ্ছেকেই মর্যাদা দিল দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন। ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত বার্তোনিয়েত্‍জকে নীরজের কোচ হিসেবে রেখে দেওয়া হল।

২০১৮ সালে কনুইয়ের চোটে জেরবার ছিলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তখনই তাঁর দায়িত্ব নেন বার্তোনিয়েত্‍জ। আর তারপরই মেলে সাফল্য। বিদেশে অত্যাধুনিক ভাবে অনুশীলন করতেন নীরজ। ৪০০ মিটার দৌড়ে ভারতের কোচ থাকলেন গালিনা বুখারিনাই। চলতি বছরে চিনে এশিয়ান গেমস পর্যন্ত আপাতত দায়িত্বে রাখা হয় বুখারিনাকে।

আরও পড়ুন: Lionel Messi: করোনা আক্রান্ত লিওনেল মেসি