AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tokyo Olympics 2020: মিক্সড ডাবলসে পদক দেখতে পাচ্ছেন শরথকমল

টিটিতে ভারত কোনও দিন অলিম্পিক পদকের স্বপ্ন দেখেনি। কিন্তু এ বার পরিস্থিতি অন্য রকম। শরথকমল আর মণিকা বাত্রার জুটি মিক্সড ডাবলসে অন্যরকম কিছু করে দেখাতে পারে।

Tokyo Olympics 2020: মিক্সড ডাবলসে পদক দেখতে পাচ্ছেন শরথকমল
Tokyo Olympics 2020: মিক্সড ডাবলসে পদক দেখতে পাচ্ছেন শরথকমল
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 5:23 PM
Share

নয়াদিল্লি: দু’বছর পরের প্যারিস অলিম্পিক (Olympics) নিয়ে আর কোনও ভাবনা নেই তাঁর। টোকিও গেমসই (Tokyo Games) শেষ অলিম্পিক হতে চলেছে অচিন্তা শরথকমলের (Sharath Kamal)। আর তাই, টোকিওতেই সেরাটা দিতে চাইছেন ভারতীয় টেবল টেনিস (Table Tennis) প্লেয়ার।

টিটিতে ভারত কোনও দিন অলিম্পিক পদকের স্বপ্ন দেখেনি। কিন্তু এ বার পরিস্থিতি অন্য রকম। শরথকমল আর মণিকা বাত্রার জুটি মিক্সড ডাবলসে অন্যরকম কিছু করে দেখাতে পারে। সেই কারণেই আরও বেশি ফোকাসড শরথ।

তাঁর কথায়, ‘গেমসের সময় আমি কী অবস্থায় থাকব, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। তার থেকেও বড় কথা, এই গেমসটাই আমার হয়তো শেষ অলিম্পিক। আর তাই টোকিওতেই আমি সর্বস্ব দেওয়ার চেষ্টা করছি।’

অলিম্পিকের জন্য কী ভাবে তৈরি করছেন? ‘লকডাউনের সময় ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যাতে ঠিকঠাক প্রস্তুতি নিতে পারি আমরা। শিবিরে আমরা সেমিফাইনাল, ফাইনাল খেলছি, এমন ভাবে নিজেদের তৈরি করেছি। যাতে চাপটা সামলাতে কোনও সমস্যা না হয়। ক্যাম্প খুব ভালো হয়েছে। তবে, গেমস এ বার দর্শকশূন্য থাকছে। ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদের প্র্যাক্টিস করতে হবে।’

মিক্সড ডাবলসে পদক সম্ভাবনা নিয়ে শরথকমলের মন্তব্য, ‘টিটির মিক্সড ডাবলসে পদকের সম্ভাবনা খুব বেশি। কারণ, রাউন্ড অফ সিক্সটিন থেকে খেলা। তিনটে ম্যাচ জিতলেই পদকের জায়গায় পৌঁছনো যাবে। সিঙ্গলসে এটাই বেশ কঠিন কাজ। সেই কারণে মিক্সড ডাবলসেই ফোকাস করছি।’

আরও পড়ুন: পিছিয়ে যেতে চলেছে জাতীয় ক্রীড়া পুরস্কার