PV Sindhu: জয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু সিন্ধু-লক্ষ্যর

মাত্র ২৪ মিনিটে প্রথম রাউন্ডের ম্যাচ জেতা সিন্ধু সামনে তাকাতে চাইছেন। অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়ার পর আর সাফল্য নেই সিন্ধু। ট্রফির খরা এ বার কাটাতে চাইছেন তিনি। আর সেই কারণেই দু'বছর আগের ফর্ম ফিরে পেতে মরিয়া। বিশ্বের ৬ নম্বর তারকা আবার চ্যাম্পিয়ন হতে চান।

PV Sindhu: জয় দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু সিন্ধু-লক্ষ্যর
স্লোভাকিয়ার মার্টিনা রেপিস্কাকে কার্যত উড়িয়ে দিলেন সিন্ধু। (ছবি-টুইটার)

| Edited By: Prantik Deb

Dec 14, 2021 | 5:09 PM

হুয়েলভা: শহরের মেয়ে চোটের কারণে খেলতে পারছেন না। রিও অলিম্পিকে সোনাজয়ী ক্যারোলিনা মারিন (Carolina Marin) না থাকলেও পিভি সিন্ধু (PV Sindhu) আছেন। বিশ্ব মিটের (World Championship) প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, দারুণ ফর্মে আছেন ভারতীয় শাটলার (Indian Badminton player)। ২০১৯ সালে শেষবার বিশ্ব মিটে চ্যাম্পিয়ন হলেছিলেন সিন্ধুই।

স্লোভাকিয়ার মার্টিনা রেপিস্কাকে কার্যত উড়িয়ে দিলেন কোর্টে। প্রথম গেমটা ২১-৭ জেতেন। দ্বিতীয় গেমে ২১-৯। দুটো গেমে একবারও মার্টিনাকে সুযোগ দেননি সিন্ধু। আগ্রাসী স্ট্র্যাটেজি নিয়েই নেমেছিলেন কোর্টে। প্রি কোয়ার্টার ফাইনালে উঠে পড়লেন তিনি।

অন্য ম্যাচে আবার ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen) হারালেন কেন্তা নিশিমোতোকে। প্রথম বার বিশ্ব মিটে নামা লক্ষ্যর কাছে অবশ্য ম্যাচটা বেশ কঠিন ছিল। প্রথম গেমটা ২২-২০ জিতেছিলেন মুম্বইয়ের ছেলে। পরের গেমে আবার ফিরে আসেন নিশিমোতো। ২১-১৫ জিতে নেন। কিন্তু তৃতীয় গেমে আবার দুরন্ত পারফর্ম করেছেন তিনি। ২১-১৮ জিতে নেন। লক্ষ্য যে দারুণ ফর্মে আছেন, কোনও সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা হল, বিশ্ব মিটে নিজেকে মেলে ধরার জন্য মরিয়া হয়ে কোর্টে নামছেন। যা প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে। লক্ষ্য অবশ্য ধাপে ধাপে এগোতে চাইছেন। প্রি কোয়ার্টারে ওঠা ভারতীয় শাটলার আপাতত কোয়ার্টারে ওঠার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন।

 

 

মাত্র ২৪ মিনিটে প্রথম রাউন্ডের ম্যাচ জেতা সিন্ধু সামনে তাকাতে চাইছেন। অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়ার পর আর সাফল্য নেই সিন্ধু। ট্রফির খরা এ বার কাটাতে চাইছেন তিনি। আর সেই কারণেই দু’বছর আগের ফর্ম ফিরে পেতে মরিয়া। বিশ্বের ৬ নম্বর তারকা আবার চ্যাম্পিয়ন হতে চান।

 

আরও পড়ুন : Sergio Aguero: দু-একদিনেই অবসর নিতে পারেন আগুয়েরো