BWF World Championships: কোচ ছাড়াই বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে হচ্ছে শ্রীকান্ত, প্রণয়কে

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 13, 2021 | 2:39 PM

শ্রীকান্তদের কোচ সিয়াদত্‍ বলছেন, 'গত শুক্রবার আমি জানতে পেরেছি, সময়ে ভিসা পাওয়া সম্ভব নয়। স্প্যানিশ দূতাবাস জানিয়েছে, আমাকে আবার যাবতীয় কাগজপত্র জমা করতে হবে। খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবারের আগে ভিসা পাওয়া সম্ভব নয়। তা যদি হয়, তা হলে বুধবার স্পেন রওনা দিতে পারব।'

BWF World Championships: কোচ ছাড়াই বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে হচ্ছে শ্রীকান্ত, প্রণয়কে
শ্রীকান্ত ও প্রণয়। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: সাফল্যের খোঁজে স্পেনের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছেন ভারতীয় শাটলাররা। কিন্তু ভিসা সমস্যায় কিদাম্বি শ্রীকান্ত (K. Srikanth), এইচএস প্রণয়দের (HS Prannoy) কোচই পৌঁছতে পারেননি স্পেনে। ফলে কোচ ছাড়াই শ্রীকান্তদের নামতে হবে খেলতে। ভারতের জাতীয় কোচ পুল্লেলা গোপীচাঁদ (P Gopichand) আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু অন্য কোচ হিসেবে যাওয়ার কথা ছিল মহম্মদ সিয়াদত্‍ উল্লাহর। কিন্তু তিনি ভিসাই পাননি। সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থা কোচেদের ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ না নেওয়াতেই এই বিপত্তি।

 

শ্রীকান্তদের কোচ সিয়াদত্‍ বলছেন, ‘গত শুক্রবার আমি জানতে পেরেছি, সময়ে ভিসা পাওয়া সম্ভব নয়। স্প্যানিশ দূতাবাস জানিয়েছে, আমাকে আবার যাবতীয় কাগজপত্র জমা করতে হবে। খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবারের আগে ভিসা পাওয়া সম্ভব নয়। তা যদি হয়, তা হলে বুধবার স্পেন রওনা দিতে পারব।’

 

শ্রীকান্ত, প্রণয়রা কোচ না পেলেও পিভি সিন্ধুর অবশ্য সমস্যা নেই। তাঁর কোচ পার্ক তে স্যাং রয়েছেন সঙ্গে। সিন্ধুই পরিত্রাতা হতে পারেন শ্রীকান্ত, প্রণয়দের। পার্ক যদি ম্যাচের সময় কোচিংয়ের দায়িত্ব নেন শ্রীকান্তদের। তার মধ্যেই সিয়াদত্‍ বলছেন, ‘আমি যদি বুধবার পৌঁছে যাই, তা হলে কোয়ারান্টিন পর্ব মিটিয়ে শুক্রবার থেকে টিমের সঙ্গে যোগ দিতে পারব। কিন্তু ততদিনে কিছুটা খেলা হয়ে যাবে। আমি খুব বেশি সময় পাব না ছেলেদের জন্য।’

 

আরও পড়ুন: Indian Cricket: বিরাটের নেতৃত্ব দারুণ উপভোগ করেছেন, বলছেন রোহিত

Next Article