AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadal on Djokovic: টেনিস ইতিহাসের সেরা প্লেয়ারের নাম কিন্তু জকোভিচ, বলে দিচ্ছেন রাফা

Novak Djokovic-Rafael Nadal: জোকার দাপিয়ে বেড়াচ্ছেন। চোট সারিয়ে নাদাল ফিরবেন। প্রত্যাবর্তনকে চোটের অজুহাতে দেখতে নারাজ রাফা। বরং তিনি বলে দিচ্ছেন, 'বরাবরই লোকে নিজের পছন্দ মতোই গল্প শুনতে ভালোবাসে। সবাই বলবে, আমি প্রচুর চোট পেয়েছি কেরিয়ারে। বলা হবে, কপাল খারাপ কিংবা ওর শরীর এমনই, কী আর করবে। জকোভিচ আরও একটা খেতাব পেল, এটাও তো খেলারই অঙ্গ। ও যা করেছে বা পেয়েছে তার জন্য ওকে শুভেচ্ছা-অভিনন্দন জানাতেই হবে। তার মানে এই নয় যে আমি মন খারাপে ডুবে যাব।'

Nadal on Djokovic: টেনিস ইতিহাসের সেরা প্লেয়ারের নাম কিন্তু জকোভিচ, বলে দিচ্ছেন রাফা
Image Credit: X
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 7:00 AM
Share

মাদ্রিদ: গত বছর ২২টা গ্র্যান্ড স্লাম জিতে ওপেন এরায় হইচই ফেলে দিয়েছিলেন। তখন কি আর জানতেন, বছর ঘুরতে না ঘুরতে সেই রেকর্ড ভেঙে যাবে। রাফায়েল নাদাল (Rafael Nadal) যা করেছিলেন, তা ছাপিয়ে গিয়ে নোভাক জকোভিচ (Novak Djokovic) এখন টেনিস দুনিয়ায় তৈরি করে ফেলেছেন নতুন রেকর্ড। মার্গারেট কোর্টের সিঙ্গলস গ্র্যান্ড স্লাম খেতাব ২৪টা। যা ইউএস ওপেনে ছুঁয়ে ফেলেছেন জোকার। নাদাল চোটের কারণে প্রায় এক বছর কোর্টের বাইরে। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে তাঁকে আবার দেখা যেতে পারে সার্কিটে। কোমরের চোট সারিয়ে ফিরলেও কি আর জোকারকে টপকে যেতে পারবেন? এই প্রশ্নের মাঝেই কিন্তু স্পেনের বাঁ হাতি টেনিস প্লেয়ার কিন্তু কিংবদন্তি বলে দিচ্ছেন জকোভিচকে। TV9Bangla Sportsএ বিস্তারিত।

নাদাল দেশের এক কাগজে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি সংখ্যা সব সময় সংখ্যাই হয়। তথ্য যেমন বরাবর তথ্যই। আর সে দিক থেকে দেখলে জকোভিচ কিন্তু আমার পিছনে ফেলে ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। আর সেটা মানতেই হবে। সত্যিটা তো আর অস্বীকার করা যায় না। বাকি সবই প্রেরণা, প্রভাব কিংবা স্বাদ-গন্ধের ব্যাপার হবে অন্যদের কাছে। খেতাবের আঙ্গিকে ব্যাপারটা ভাবলে কিন্তু বলতেই হচ্ছে, জকোভিচ টেনিস ইতিহাসের সেরা প্লেয়ার। তার পর আর কিছু বাকি থাকে না আলোচনা করার জন্য।’

জোকার দাপিয়ে বেড়াচ্ছেন টেনিস সার্কিট। চোট সারিয়ে নাদাল ফিরবেন, তাও নিশ্চিত। কিন্তু প্রত্যাবর্তনকে চোটের অজুহাতে দেখতে নারাজ রাফা। বরং তিনি বলে দিচ্ছেন, ‘বরাবরই লোকে নিজের পছন্দ মতোই গল্প শুনতে ভালোবাসে। সবাই বলবে, আমি প্রচুর চোট পেয়েছি কেরিয়ারে। বলা হবে, কপাল খারাপ কিংবা ওর শরীর এমনই, কী আর করবে। জকোভিচ আরও একটা খেতাব পেল, এটাও তো খেলারই অঙ্গ। ও যা করেছে বা পেয়েছে তার জন্য ওকে শুভেচ্ছা-অভিনন্দন জানাতেই হবে। তার মানে এই নয় যে আমি মন খারাপে ডুবে যাব।’