Neeraj Chopra: সোনার ছেলে নাচেনও ভালো, দেখুন ভিডিও
পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দির গানের তালে বন্ধুদের সঙ্গে জমিয়ে নেচেছেন নীরজ। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
নয়াদিল্লি: ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর এখন কে? একটাই উত্তর নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা তো এনে দিয়েছেন, তা নিয়ে যত চর্চাই হোক সেটা কম। তবে এ বার তাঁর এক নাচের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। সোনার ছেলের নাচ দেখে মুগ্ধ নেটিজ়েনরা।
পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দির গানের তালে বন্ধুদের সঙ্গে জমিয়ে নেচেছেন নীরজ। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
সাদা শার্ট, কালো ট্রাউজার, লম্বা চুল এক্কেবারে সিনেমার নায়কের মতো লুক নীরজের। বোঝাই যাচ্ছে এটি বেশ পুরনো ভিডিও। কারণ, অলিম্পিকের জন্য সাধের লম্বা চুল ছোট করে কেটে দিতে বাধ্য হয়েছিলেন নীরজ। তবে নীরজ কিন্তু টোকিও থেকে ফেরার পর প্রচুর মহিলার ক্রাশে পরিণত হয়েছেন এ কথা অস্বীকার করার উপায় নেই।
Identify Desi Chora ? pic.twitter.com/2177idQc2G
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) August 9, 2021
কিছুদিন আগেই তাঁর বায়োপিক করার কথা উঠলেও সোনার ছেলে জানিয়েছেন, সে সব হবে ঠিক সময়ে। আপাতত তাঁর ফোকাসে শুধুই জ্যাভলিন। তবে ইতিমধ্যেই নেটিজ়েনদের দাবি স্টাইলিশ নীরজ কিন্তু তাঁর বায়োপিক হলে নিজেই নায়ক হতে পারেন। তাবড় তাবড় ফ্যাসিনিস্তাকে সত্যি হার মানাচ্ছেন ২৩ বছর বয়সী নীরজ।