টোকিও: অলিম্পিকের (Olympics) উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার হলেও খেলা শুরু হয়ে গেল বুধবার থেকেই। মাঠে নেমে পড়ল আয়োজক দেশ জাপান (Japan)। সফটবলে (Softball) প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে (Australia) ৮-১ হারাল। ফুকুশিমার (Fukushima) বেসবল স্টেডিয়ামে খেলা আয়োজিত হয়। ২০১১ সালের সুনামি আর পরমাণু বিস্ফোরণের সময় ক্ষতিগ্রস্থ হয়েছিল এই স্টেডিয়াম।
Back in business! ?
After helping Japan ?? secure #softball gold at Beijing 2008, Ueno Yukiko leads the host nation to an opening victory over Australia ?? at #Tokyo2020. ?#StrongerTogether #Olympics pic.twitter.com/F897GgVULt
— Olympics (@Olympics) July 21, 2021
কোভিড বিধি মেনে দর্শকশূন্য স্টেডিয়ামেই হল সফটবলের ম্যাচ। ২০০৮ সালের পর ফের অলিম্পিকে সফটবলের সংযোজন করা হয়েছে। টোকিও গেমসের উদ্যোক্তারাই এ বারের অলিম্পিকে সফটবলকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০০৮ সালের সফটবলে সোনা জিতেছিল জাপান। এ বারের অলিম্পিকে বেসবলও যুক্ত হয়েছে। ২০০৮ অলিম্পিকেই শেষবার বেসবল খেলা হয়। এছাড়া সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং, ক্যারাটে, স্কেট বোর্ডিংয়ের মতো বেশ কিছু নতুন প্রতিযোগিতা যোগ করা হয়েছে এ বারের টোকিও অলিম্পিকে।
এ দিকে জাপানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রণের হার। কোভিড পজিটিভ হওয়ায় অলিম্পিক থেকে ছিটকে গেলেন চিলির এক তাইকোন্ডো অ্যাথলিট। এই প্রথম কোনও অ্যাথলিট কোভিডের কারণে ছিটকে গেলেন অলিম্পিক থেকে।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিওয় পদক জিতবই, আত্মবিশ্বাসী মীরাবাই