নিউ ইয়র্ক: বড় বড় রাঘোব বোয়ালরা পারেননি। ২৫ বছরের উঠতি টেনিস তারকা তো কোন ছাড়। গত ১০ বছরে রাফায়েল নাদাল (Rafael Nadal) ছাড়া আর কেউ পারেননি। প্রতিপক্ষ নোভাক জকোভিচের (Novak Djokovic) নাম শুনলে টেনিস খেলোয়াড়দের বাড়তি হৃদস্পন্দন হয়। স্নায়ুর চাপেই অর্ধেক ম্যাচ হেরে যান অনেকে। সেই সার্বিয়ান (Serbia) সুপারস্টারকেই কিনা ফাইনালে হারিয়ে ছাড়লেন। শুধু তাই নয়, স্ট্রেট সেটে উড়িয়ে টেনিস বিশ্বকে চমকে দিলেন ২৫ বছরের রুশ টেনিস তারকা। এক ধাক্কায় আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলেন জোকারকে। মেদভেদেভের এই কাণ্ড দেখে একটাই কথা বলছে টেনিসবিশ্ব, ‘ছেলেটার এলেম আছে।’
Daniil Medvedev just won the #USOpen on his wedding anniversary.
Good thing, because he didn’t have a present ready ? pic.twitter.com/eUXVYEyzup
— US Open Tennis (@usopen) September 12, 2021
খেলার ফল ৬-৪, ৬-৪, ৬-৪। এই স্কোরলাইনটা মনে রাখবেন মেদভেদেভ (Daniil Medvedev)। অস্ট্রেলিয়ান ওপেনে এই জকোভিচের কাছেই হারতে হয়েছিল। রড লেভার এরেনাতে স্ট্রেট সেটেই উড়ে গিয়েছিলেন রুশ টেনিস তারকা। ইউএস ওপেন (US Open) ফাইনালকে বদলার ম্যাচ হিসেবেই দেখেছিলেন তিনি। ফেভারিট জকোভিচকে এত সহজে উড়িয়ে দেবেন, তা কল্পনা করতে পারেননি অতি বড় টেনিসবোদ্ধারাও। শেষ গেমটা জেতার পরই মাটিতে লুটিয়ে পড়লেন। যেন যুদ্ধ জয়ের পরে শান্তির ঘুম। এতদিনের অপেক্ষা, এতদিনের ঘাম ঝরানো পরিশ্রম আজ সফল হয়েছে। মেদভেদেভের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। তাও কিনা জকোভিচের মতো প্রতিপক্ষকে হারিয়ে। যুক্তরাষ্ট্র ওপেন জন্ম দিল এক নতুন মহানায়কের। জয়ের পর ওরকম মরা মাছের মতো সেলিব্রেশন কেন? মেদভেদেভ বললেন, ‘শুধুমাত্র লেজেন্ডসরাই বুঝবে কেন ও রকম সেলিব্রেশন করলাম।’
A simply stunning performance from @DaniilMedwed pic.twitter.com/0sF1r2CiNg
— US Open Tennis (@usopen) September 12, 2021
টেনিসের পাশাপাশি ফুটবলও ভালোবাসেন মেদভেদেভ। অবসর সময়ে ফিফা ফুটবল ভিডিও গেম খেলেন তিনি। ম্যাচ শেষে বলেন, ‘ফিফা প্লে স্টেশনে গোল করার পর এরকমই সেলিব্রেশন করে সবাই। এটাকে বলে ডেড ফিশ সেলিব্রেশন (Dead Fish Celebration)।’
ইউএস ওপেন জিতে স্ত্রীকে তা উৎসর্গ করলেন। বিবাহবার্ষিকীর বিশেষ উপহার দিলেন দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। গ্যালারিতে ছিলেন তাঁর স্ত্রী। স্বামীর জয়ের পর তিনিও আনন্দে মেতে ওঠেন। মেদভেদেভ বলেন, ‘এটা আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী। টুর্নামেন্ট চলায় ওর জন্য কিছুই করতে পারিনি। তাই ফাইনালে ওঠার পর ভাবলাম, এমন কিছু করব যা ওকে উপহার দেওয়ার মতো হবে। যদি চ্যাম্পিয়ন হতে পারি, সেটাও ওকে উপহার দেওয়ার মতো হবে। হেরে গেলে আর কিছুই থাকবে না। আমাকে এই ম্যাচটা জিততেই হত।’
আরও পড়ুন: US Open 2021: মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন স্টোসুর-সুয়াই জুটি