US Open 2021: মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন স্টোসুর-সুয়াই জুটি

২ বছর আগে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) চ্যাম্পিয়ন হওয়ার পর এ বার ইউএস ওপেন (US Open) জিতলেন মার্কিন-চিনা জুটি। গফ আর ম্যাকনালি জুটি এ বারই প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেটে গফ-ম্যাকনালি জুটি সমতায় ফেরেন। দুই তরুণী চমকে দিয়েছিলেন স্টোসুর-সুয়াই জুটিকে। কিন্তু শেষরক্ষা আর হয়নি।

US Open 2021: মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন স্টোসুর-সুয়াই জুটি
ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্টোসুর-সুয়াই জুটি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2021 | 3:27 PM

নিউ ইয়র্ক: ফের একবার অভিজ্ঞতার কাছে হেরে গেল তারুণ্য। ইউএস ওপেনে (US Open) মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন স্যাম স্টোসুর- জ্যাং সুয়াই (Sam Stosur-Zhang Shuai) জুটি। ফাইনালে আমেরিকার কোকো গফ-ক্যাটি ম্যাকনালি (Coco Gauff-Caty McNally) জুটিকে হারালেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৩, ৩-৬, ৬-৩। ২ বছর আগে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) চ্যাম্পিয়ন হওয়ার পর এ বার ইউএস ওপেন (US Open) জিতলেন মার্কিন-চিনা জুটি। গফ আর ম্যাকনালি জুটি এ বারই প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেটে গফ-ম্যাকনালি জুটি সমতায় ফেরেন। দুই তরুণী চমকে দিয়েছিলেন স্টোসুর-সুয়াই জুটিকে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। ১৬ বছর আগে ফ্লাশিং মিডোয় ডাবলসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন স্টোসুর। ম্যাচ জেতার পর তিনি বলেন, ‘বেশ কঠিন লড়াই হয়েছে। তবে দলগত নৈপুণ্যেই সফল হয়েছি আমরা। অনেক আক্রমণাত্মক খেলেছি। আর তার ফল পেয়েছি।’

১০ বছর আগে ইউএস ওপেন সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৩৭ বছরের স্টোসুর। তাঁর চেয়ে ২০ বছরের ছোট গফ। ম্যাচ শেষে এ দিন স্টোসুরের অটোগ্রাফ নেন তিনি। বিপক্ষ জুটির প্রশংসা শোনা যায় অস্ট্রেলিয়ান টেনিস তারকার মুখে। তিনি বলেন, ‘ওরা হারলেও যথেষ্ট আক্রমণাত্মক খেলেছে। ওদের ভয়ডরহীন পারফরম্যান্স মুগ্ধ করেছে। আমার মনে হয়, ওরা একটা দারুণ টিম হয়ে উঠবে। এ রকম অনেক পরিস্থিতিতে ওরা ম্যাচ জেতার দাবিদার রাখবে। হয়তো এখনই হবে না, কিন্তু ভবিষ্যতে ওরা ঠিক সফল হবে।’

আরও পড়ুন: ISL 2021: উদ্বোধনী ম্যাচেই মাঠে রয় কৃষ্ণারা, ২৭ নভেম্বর ডার্বি

ইউএস ওপেন (US Open) ফাইনালে মহিলাদের ডাবলসে অভিজ্ঞতা জিতলেও, সিঙ্গলসে তারুণ্যই শেষ কথা বলেছে। ১৮ বছরের এম্মা রাদুকানু (Emma Radukanu) চ্যাম্পিয়ন হয়ে চমকে দিয়েছেন টেনিস বিশ্বকে। ফাইনালে যাঁকে হারিয়েছে, কানাডার সেই লেইলাহ ফার্নান্ডেজের (Leylah Fernandez) বয়স ১৯ বছর।