ISL 2021: উদ্বোধনী ম্যাচেই মাঠে রয় কৃষ্ণারা, ২৭ নভেম্বর ডার্বি

গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নামছে আইএসএলের উদ্বোধনী ম্যাচেই। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২১ নভেম্বর মাঠে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি।

ISL 2021: উদ্বোধনী ম্যাচেই মাঠে রয় কৃষ্ণারা, ২৭ নভেম্বর ডার্বি
ISL 2021: উদ্বোধনী ম্যাচেই মাঠে রয় কৃষ্ণারা, ২৭ নভেম্বর ডার্বি (সৌজন্যে-ইন্ডিয়ান সুপার লিগ ওয়েবসাইট)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2021 | 2:15 PM

গোয়া: আইএসএলের (ISL) সূচি প্রকাশ করল এফএসডিএল। আইএসএলের ডাবল হেডারে এ বার দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৯.৩০ থেকে। প্রথম ম্যাচ শুরু সন্ধে ৭.৩০ থেকেই। ১৯ নভেম্বর থেকে শুরু দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট। প্রথম পর্বের সূচি প্রকাশ এফএসডিএলের। ৯ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম পর্বের খেলা। গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নামছে আইএসএলের উদ্বোধনী ম্যাচেই। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২১ নভেম্বর মাঠে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ২৭ নভেম্বর আইএসএলের প্রথম ডার্বি। মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান।

এসসি ইস্টবেঙ্গলের খেলা কবে, কখন, কোথায়, চলুন দেখে নেওয়া যাক-

২১ নভেম্বর, রবিবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি, তিলক ময়দান ২৭ নভেম্বর, শনিবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান, তিলক ময়দান ৩০ নভেম্বর, মঙ্গলবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি, তিলক ময়দান ৩ ডিসেম্বর, শুক্রবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি, তিলক ময়দান ৭ ডিসেম্বর, মঙ্গলবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, তিলক ময়দান ১২ ডিসেম্বর, রবিবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, তিলক ময়দান ১৭ ডিসেম্বর, শুক্রবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ফাতোরদা ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, ব্যাম্বোলিম ৪ জানুয়ারি, মঙ্গলবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি, ব্যাম্বোলিম ৭ জানুয়ারি, শুক্রবার, সন্ধে ৭.৩০- এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি, তিলক ময়দান

এটিকে মোহনবাগানের খেলা কবে, কখন, কোথায় চলুন দেখে নেওয়া যাক-

১৯ নভেম্বর, শুক্রবার, সন্ধে ৭.৩০ – এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স, ফাতোরদা ২৭ নভেম্বর, শনিবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল, তিলক ময়দান ১ ডিসেম্বর, বুধবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি, ফাতোরদা ৬ ডিসেম্বর, সোমবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, ব্যাম্বোলিম ১১ ডিসেম্বর, শনিবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি, ফাতোরদা ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবানাম বনাম বেঙ্গালুরু এফসি, ব্যাম্বোলিম ২১ ডিসেম্বর, মঙ্গলবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি- ফাতোরদা ২৯ ডিসেম্বর, বুধবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া- ফাতোরদা ৫ জানুয়ারি, বুধবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি, ফাতোরদা ৮ জানুয়ারি, শনিবার, সন্ধে ৭.৩০- এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি, ফাতোরদা

এ বার বল গড়ানোর অপেক্ষা। আইএসএলের সূচি প্রকাশের পর দেশ জুড়ে এখন একটাই স্লোগান, ‘লেটস ফুটবল’।

আরও পড়ুন: ISL 2021-22: দেখে নিন আইএসএলে ডার্বি ম্যাচ কবে?